চিকেন আলুর স্পেশাল পাকোড়া রেসিপি || Bengali Recipe by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 years ago

Recipe Cover pakura.png

হ্যালো বন্ধুরা,

আশা করছি সবাই ভালো আছেন। আমি জ্বী হ্যা এখন পর্যন্ত ভালো আছি তবে গত দিনটা বেশ অস্বস্তিকর ছিলো, বেশ প্যারায় ছিলাম। আসলে গত কয়েক দিনের অনাকাংখিত গরমে সবার জীবন বেশ দুর্বিষহ হয়ে উঠেছিলো। তবে এই ক্ষেত্রে বেশী সমস্যায় পড়ে শিশুরা। গতকাল সেই রকম একটা পরিস্থিতি তৈরী হয়েছিলো আমার মেয়েকে নিয়ে যার বয়স মাত্র ২৭ মাস। তারপর সারাদিন তার জন্য বাড়ীতে থাকতে হয়েছিলো অফিস বাদ দিয়ে। অবশ্য ডাক্তার এর পরামর্শে এখনো বাড়ীতেই আছেন, আমি পারত পক্ষে হাসপাতালে ভর্তি করতে চাই না। আশা করছি সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাবে।

সত্যি বলতে সব কিছুর জন্য আমরা দায়ী, এই কথাটা আমি প্রায় বলে থাকি। কারণ আমাদের অযাচিত এবং অনাকাংখিত উন্নয়নের প্রত্যাশা পরিবেশকে দরুণভাবে দূষণে ভরে দিচ্ছে। যার ফলশ্রুতিতে বিশ্ব পরিবেশ দিন দিন উষ্ণতার নতুন রেকর্ড ছুঁয়ার চেষ্টা করছে। আজকের প্রথম আলো পত্রিকায় দারুণ একটা সুখের রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে সুন্দরভাবে বড় বড় অক্ষরে লিখেছে বছরে অন্তত কমবেশী ৯০ লক্ষ মানুষ মারা যাচ্ছেন শুধুমাত্র পরিবেশ দূষণে। তাহলে নিশ্চয় বুঝতে পারছেন তথ্যটি আমাদের জন্য কতটা সুখের? আর দূষণের মাত্রা দিন দিন কোথায় যাচ্ছে? হয়তো কয়েক বছর পর এই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে, তাতে কোন সন্দেহ নেই। কারন আমরা যে হারে দূষণ বাড়াচ্ছি এবং যতটা অসচেতন থাকছি এর ব্যতিক্রম কিছু প্রত্যাশা করাটা বোকামি ছাড়া কিছু না।

যাইহোক, আমরা যে উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছি সেটা হয়তো আর থামানো যাবে না, কারন উন্নয়নের বিকল্প কিছু নেই আমাদের কাছে। আমরা উন্নয়ন চাই, আমরা সভ্যতার শীর্ষে পৌঁছাতে চাই, তাতে পরিবেশ একটু নষ্ট হলো, দূষণের মাত্রা একটু বৃদ্ধি পেলো, সেটা নিয়ে আমাদের মাথা ব্যাথ্যা নেই। আচ্ছা বাদ দিলাম আজ, তবে হয়তো এগুলো বলা বাদ দিতে পারবো না আমি। কথা প্রসঙ্গে বার বার ফিরে আসবে আমার লেখায়। এখন তাহলে মূল কথায় ফিরে আসি, চমৎকার স্বাদের একটা রেসিপি আজ আপনাদের সাথে ভাগে করে নেব। আর সেটা হলো চিকেন আলুর বিশেষ পাকোড়া, হ্যা এটা কিছুটা বিশেষই বলতে পারেন। কারণ স্বাদটা আমার কাছে বিশেষ কিছু মনে হয়েছে। চলুন তাহলে রেসিপিটি দেখি-

IMG20220430170738_01.jpg

প্রয়োজনীয় উপকরণসমূহঃ

  • চিকেন
  • আলু
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • চালের গুড়া
  • বেসন
  • হলুদ গুড়া
  • মরিচ গুড়া
  • গরম মসলা গুড়া
  • লবন
  • তেল।

প্রস্তুত প্রণালীঃ

IMG20220430155935.jpg

IMG20220430160031_01.jpg

প্রথমে মুরগির মাংসগুলোকে পাতলা এবং ছোট ছোট স্লাইস করে নিয়ে তাতে মসলা দিয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রাখতে হবে, ঐ যে মেরিনেট না কি বলে আমি আবার ঐসব খুব একটা বুঝি না হা হা হা।

IMG20220430170801_01.jpg

IMG20220430170813_01.jpg

তারপর আলুগুলোকে চিকন করে স্লাইস করে নিয়ে একটা পাত্রে নিয়েছি এবং তার উপর চালের গুড়া ও বেসন দিয়েছি।

IMG20220430170839_01.jpg

IMG20220430171055_01.jpg

তারপর আমি সেগুলোর সাথে কাঁচা মরিচ স্লাইস, পেঁয়াজ কুচি এবং মসলাগুলো পরিমান মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG20220430171426_01.jpg

IMG20220430171500.jpg

এরপর হাতের তালুতে কিছু পরিমান মাখানো উপকরণ নিয়ে ছড়িয়ে দিয়েছি এবং তারপর উপর মেরিনেট করা কিছু চিকেন নিয়েছি।

IMG20220430171534_01.jpg

IMG20220430171547_01.jpg

তারপর মেরিনেট করা চিকেনের উপর আবার মাখানো উপকরণগুলো দিয়ে ঢেকে দিয়েছি এবং অন্য হাত দিয়ে কিছুটা চাপ প্রয়োগ করে একটু চ্যাপ্টা করে নিয়েছি।

IMG20220430171610.jpg

IMG20220430171733_01.jpg

মিশ্রণগুলো দিয়ে এভাবে তৈরী করে করে একটা প্লেটে রেখেছি। উপরের দৃশ্যটি দেখুন।

IMG20220430171824_01.jpg

IMG20220430171958_01.jpg

এরপর একটা প্যান চুলায় দিয়ে তাতে কিছু তেল গরম করেছি এবং সেগুলো গরম তেলে ছেড়েছি ভাজার জন্য।

IMG20220430172339_01.jpg

IMG20220430172954_01.jpg

এরপর উল্টে পাল্টে দিয়ে ভেজেছি এবং সেগুলো বাদামী কালার হওয়ার পর নামিয়ে নিয়েছি।

chicken peyaju (28).jpg

ব্যস তৈরী হয়ে গেলো আমাদের বিশেষ স্বাদের চিকেন আলু পাকোড়া, এটা সত্যি কিছুটা ভিন্ন ধরনের। সাধারণ পেঁয়াজুর মতো কিন্তু ভিতরে চিকেন থাকার কারনে স্বাদটা একটু ভিন্ন রকম মনে হয়েছে, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে স্বাদটা। আপনারা স্বাদটা চেক করে দেখতে পারেন, ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break2.jpg
Leader Banner-Final.pngbreak2.jpg

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break2.jpg

New Benner ABB-6©.png

Sort:  
 3 years ago 

আজকের প্রথম আলো পত্রিকায় দারুণ একটা সুখের রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে সুন্দরভাবে বড় বড় অক্ষরে লিখেছে বছরে অন্তত কমবেশী ৯০ লক্ষ মানুষ মারা যাচ্ছেন শুধুমাত্র পরিবেশ দূষণে।

এই প্রতিবেদন রিপোর্টটি সত্যি অনেক বেদনাদায়ক। পরিবেশ দূষণ দিনে দিনে কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা ভাবতেই পারছি না। পরিবেশ দূষণের কারণে অনেক মানুষ নিজের প্রাণ হারাচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি লক্ষ্য করা যাচ্ছে। জানিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ দিতে চাই এবং সুস্থ জীবন দান করতে চাই তাহলে অবশ্যই সচেতন হতে হবে। পরিবেশ দূষণের ব্যাপারগুলোও সবাই বোঝে কিন্তু কেউ মানতে চায় না। পরিবেশ দূষণের জন্য যেই বিষয়গুলো দায়ী সেগুলো যদি এড়িয়ে চলা হয় এবং সচেতনতার সাথে কাজ করা হয় তাহলে কিছুটা হলেও পরিবেশ ভালো থাকবে। আপনার মেয়ে অসুস্থ জেনে খুবই খারাপ লাগলো। দোয়া করি আপনার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে🤲। তবে যাই হোক বরাবরের মতো আজকেও আপনি অনেক লোভনীয় চিকেন আলুর স্পেশাল পাকোড়া রেসিপি তৈরি করেছেন। আমি অবশ্যই বাসায় তৈরি করবো। মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️

 3 years ago 

জ্বী, দূষনের মাত্রাটা কিংবা প্রভাবটা হয়তো সরাসরি আমাদের উপর কোন প্রভাব বিস্তার করতে পারছে না কিন্তু শিশুদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে।

 3 years ago 

ভাই কি একটা রেসিপি নিয়ে আজ হাজির হলেন চিকেন পকোড়া রেসিপি যেটা দেখলে না খেয়ে থাকা যায়। এখন তো খেতে ইচ্ছে করছে কিভাবে খাব এই দুপুর বেলায় এই রকম খাবার দেখলে জিভে জল চলে আসাটাই স্বাভাবিক। অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

হুম কি কি কি? আপনি ঝটপট তৈরী করে ফেলুন তারপর আমি খেয়ে নামটা আবার বলে দিবো হি হি হি

 3 years ago 

পাকোড়া নামটা শুনলেই জিভে জল চলে আসে। সেই পাকোড়া যদি আবার চিকেন এবং আলু দিয়ে তৈরি করা হয় তাহলে তো জাস্ট কোন কথাই নেই। অসাধারণ লাগে ভাইয়া আপনার রেসিপি গুলো প্রতিবারই। অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

হুম সত্যি পাকোড়া মানেই তো মজার কিছু। আপনাকেও ধন্যবাদ

 3 years ago 

ভাই আসলে এই গরমে বাচ্চাদের বেশি অসুবিধা হচ্ছে যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে। অনেক অনেক দোয়া রইল আপনার মেয়ের জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনি খুবই মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিকেন আলুর পাকোড়া দেখতেই কিন্তু বেশ লোভনীয় লাগছে খেতে মনে হয় নিশ্চয় অনেক বেশি মজা হয়েছিল।

 3 years ago 

ধন্যবাদ, হুম সত্যি বেশ মজার হয়েছিলো, একটু ভিন্ন রকম কাড়মের সাথে সাথে চিকনের উপস্থিতি হি হি হি।

 3 years ago 

সকাল সকাল চিকেন আলুর স্পেশাল পাকোড়া রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ফ্রিতে শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

আজ সকাল সকাল সবাইকে লোভ লাগিয়ে দিলাম, গরমের সাথে লোভের উপস্থিতি হি হি হি।

Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
default.jpg

 3 years ago 

ভাই সত্যিই আপনার পোস্টটি অনন্য হয়েছে। খাবারের ফটোগ্রাফ গুলো ছিল এক্সিলেন্ট। যেন কোন ফাইভ স্টার হোটেলে রান্না করা খাবার। ভাই এত ভাল ভাল খাবার কি একাই খাবেন। ভালো লাগলো ভাই আপনার এত চমৎকার পোস্টটি দেখে। আমিও সুন্দর করে খাবার রান্না করতে চাই কিন্তু সময়ের কারণে করতে পারিনা। আপনার প্রতি আমার দোয়া ও সালাম উভয়টাই রইল।

 3 years ago 

পুরো পোষ্টটি আপনি পড়েছেন কিনা আমার সন্দেহ রয়ে গেলো, তা না হলে একটু ভিন্ন রকম রেসপন্স দেখতে পেতাম আপনার নিকট হতে।

আপনার মেয়ে আর দশজনের ছেলে মেয়ের মত সুন্দর ভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠুক সাথে তার আশু সুস্থতা কামনা করছি। আমিন।
ঘুনে ধরা পচা সমাজটি আশু দুর্গন্ধ মুক্ত হোক এটাও আমার কামনা।
রান্নার হাত আপনার বরাবরই আমি ভালো দেখি ।আজও সঠিক নিয়মে সঠিক উপকরণে সঠিক রঙে আপনি রান্নাটি তুলে ধরলেন । যা খেতে স্বাদের তো হবেই। দোয়া কামনায়।

 3 years ago 

ভাইয়া আপনার মেয়ের জন্য বিশেষ দোয়া রইল উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান। আপনার উপস্থাপন করা চিকেন পাকোড়া রেসিপিটা দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল কেননা কিছুদিন ধরেই মন আনচান করেছিল কোন একটা বিশেষ রেসিপি খাওয়ার জন্য , আজকে মনে হচ্ছে সেই রেসিপির সন্ধান পেয়ে গেছি। এই রেসিপিটা আমি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করব আশাকরি খেতে খুবই সুস্বাদু হবে । ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️

 3 years ago 

হুম লোভের বিষয়ের নাম হলো চিকেন পাকোড়া, অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমাদের সাথে সেটা শেয়ার করবেন।

 3 years ago 

তেলে ভাজা রেসিপি গুলো আমার কাছে অনেক মজা লাগে। তবে চিকেনের সাথে এভাবে পাকোড়া তৈরি করে খাওয়া হয়নি। দেখেই বোঝা যাচ্ছে বেশ মজা হয়েছে। সাধারণত মজাদার খাবার গুলোর ছবি দেখলে বোঝা যায় কতটা মজা হয়েছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলেই ভাই, যদিও তেলে ভাজা খাবারগুলো সর্বদা আমাদের জন্য ভালো হয় না কিন্তু তবুও খেতে ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.20
JST 0.037
BTC 96295.92
ETH 3577.12
USDT 1.00
SBD 3.74