চিকেন আলুর স্পেশাল পাকোড়া রেসিপি || Bengali Recipe by @hafizullah
হ্যালো বন্ধুরা,
প্রয়োজনীয় উপকরণসমূহঃ
- চিকেন
- আলু
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- চালের গুড়া
- বেসন
- হলুদ গুড়া
- মরিচ গুড়া
- গরম মসলা গুড়া
- লবন
- তেল।
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে মুরগির মাংসগুলোকে পাতলা এবং ছোট ছোট স্লাইস করে নিয়ে তাতে মসলা দিয়ে কিছু সময়ের জন্য মাখিয়ে রাখতে হবে, ঐ যে মেরিনেট না কি বলে আমি আবার ঐসব খুব একটা বুঝি না হা হা হা।
তারপর আলুগুলোকে চিকন করে স্লাইস করে নিয়ে একটা পাত্রে নিয়েছি এবং তার উপর চালের গুড়া ও বেসন দিয়েছি।
তারপর আমি সেগুলোর সাথে কাঁচা মরিচ স্লাইস, পেঁয়াজ কুচি এবং মসলাগুলো পরিমান মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর হাতের তালুতে কিছু পরিমান মাখানো উপকরণ নিয়ে ছড়িয়ে দিয়েছি এবং তারপর উপর মেরিনেট করা কিছু চিকেন নিয়েছি।
তারপর মেরিনেট করা চিকেনের উপর আবার মাখানো উপকরণগুলো দিয়ে ঢেকে দিয়েছি এবং অন্য হাত দিয়ে কিছুটা চাপ প্রয়োগ করে একটু চ্যাপ্টা করে নিয়েছি।
মিশ্রণগুলো দিয়ে এভাবে তৈরী করে করে একটা প্লেটে রেখেছি। উপরের দৃশ্যটি দেখুন।
এরপর একটা প্যান চুলায় দিয়ে তাতে কিছু তেল গরম করেছি এবং সেগুলো গরম তেলে ছেড়েছি ভাজার জন্য।
এরপর উল্টে পাল্টে দিয়ে ভেজেছি এবং সেগুলো বাদামী কালার হওয়ার পর নামিয়ে নিয়েছি।
ব্যস তৈরী হয়ে গেলো আমাদের বিশেষ স্বাদের চিকেন আলু পাকোড়া, এটা সত্যি কিছুটা ভিন্ন ধরনের। সাধারণ পেঁয়াজুর মতো কিন্তু ভিতরে চিকেন থাকার কারনে স্বাদটা একটু ভিন্ন রকম মনে হয়েছে, আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে স্বাদটা। আপনারা স্বাদটা চেক করে দেখতে পারেন, ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
এই প্রতিবেদন রিপোর্টটি সত্যি অনেক বেদনাদায়ক। পরিবেশ দূষণ দিনে দিনে কোথায় গিয়ে দাঁড়াবে তা আমরা ভাবতেই পারছি না। পরিবেশ দূষণের কারণে অনেক মানুষ নিজের প্রাণ হারাচ্ছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই বিষয়টি বেশি লক্ষ্য করা যাচ্ছে। জানিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বেড়ে উঠবে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি পরিবেশ দিতে চাই এবং সুস্থ জীবন দান করতে চাই তাহলে অবশ্যই সচেতন হতে হবে। পরিবেশ দূষণের ব্যাপারগুলোও সবাই বোঝে কিন্তু কেউ মানতে চায় না। পরিবেশ দূষণের জন্য যেই বিষয়গুলো দায়ী সেগুলো যদি এড়িয়ে চলা হয় এবং সচেতনতার সাথে কাজ করা হয় তাহলে কিছুটা হলেও পরিবেশ ভালো থাকবে। আপনার মেয়ে অসুস্থ জেনে খুবই খারাপ লাগলো। দোয়া করি আপনার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে🤲। তবে যাই হোক বরাবরের মতো আজকেও আপনি অনেক লোভনীয় চিকেন আলুর স্পেশাল পাকোড়া রেসিপি তৈরি করেছেন। আমি অবশ্যই বাসায় তৈরি করবো। মজার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো। ❤️❤️
জ্বী, দূষনের মাত্রাটা কিংবা প্রভাবটা হয়তো সরাসরি আমাদের উপর কোন প্রভাব বিস্তার করতে পারছে না কিন্তু শিশুদের দারুণভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ভাই কি একটা রেসিপি নিয়ে আজ হাজির হলেন চিকেন পকোড়া রেসিপি যেটা দেখলে না খেয়ে থাকা যায়। এখন তো খেতে ইচ্ছে করছে কিভাবে খাব এই দুপুর বেলায় এই রকম খাবার দেখলে জিভে জল চলে আসাটাই স্বাভাবিক। অনেক ভালো লাগলো ভাই।
হুম কি কি কি? আপনি ঝটপট তৈরী করে ফেলুন তারপর আমি খেয়ে নামটা আবার বলে দিবো হি হি হি
পাকোড়া নামটা শুনলেই জিভে জল চলে আসে। সেই পাকোড়া যদি আবার চিকেন এবং আলু দিয়ে তৈরি করা হয় তাহলে তো জাস্ট কোন কথাই নেই। অসাধারণ লাগে ভাইয়া আপনার রেসিপি গুলো প্রতিবারই। অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।
হুম সত্যি পাকোড়া মানেই তো মজার কিছু। আপনাকেও ধন্যবাদ
ভাই আসলে এই গরমে বাচ্চাদের বেশি অসুবিধা হচ্ছে যে কারণে তারা অসুস্থ হয়ে পড়ছে। অনেক অনেক দোয়া রইল আপনার মেয়ের জন্য যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আপনি খুবই মজার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চিকেন আলুর পাকোড়া দেখতেই কিন্তু বেশ লোভনীয় লাগছে খেতে মনে হয় নিশ্চয় অনেক বেশি মজা হয়েছিল।
ধন্যবাদ, হুম সত্যি বেশ মজার হয়েছিলো, একটু ভিন্ন রকম কাড়মের সাথে সাথে চিকনের উপস্থিতি হি হি হি।
সকাল সকাল চিকেন আলুর স্পেশাল পাকোড়া রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে ভাই। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ফ্রিতে শিখে নিলাম বাসায় তৈরী করবো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
আজ সকাল সকাল সবাইকে লোভ লাগিয়ে দিলাম, গরমের সাথে লোভের উপস্থিতি হি হি হি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Please check my new project, STEEM.NFT. Thank you!
ভাই সত্যিই আপনার পোস্টটি অনন্য হয়েছে। খাবারের ফটোগ্রাফ গুলো ছিল এক্সিলেন্ট। যেন কোন ফাইভ স্টার হোটেলে রান্না করা খাবার। ভাই এত ভাল ভাল খাবার কি একাই খাবেন। ভালো লাগলো ভাই আপনার এত চমৎকার পোস্টটি দেখে। আমিও সুন্দর করে খাবার রান্না করতে চাই কিন্তু সময়ের কারণে করতে পারিনা। আপনার প্রতি আমার দোয়া ও সালাম উভয়টাই রইল।
পুরো পোষ্টটি আপনি পড়েছেন কিনা আমার সন্দেহ রয়ে গেলো, তা না হলে একটু ভিন্ন রকম রেসপন্স দেখতে পেতাম আপনার নিকট হতে।
আপনার মেয়ে আর দশজনের ছেলে মেয়ের মত সুন্দর ভাবে সুন্দর পরিবেশে বেড়ে উঠুক সাথে তার আশু সুস্থতা কামনা করছি। আমিন।
ঘুনে ধরা পচা সমাজটি আশু দুর্গন্ধ মুক্ত হোক এটাও আমার কামনা।
রান্নার হাত আপনার বরাবরই আমি ভালো দেখি ।আজও সঠিক নিয়মে সঠিক উপকরণে সঠিক রঙে আপনি রান্নাটি তুলে ধরলেন । যা খেতে স্বাদের তো হবেই। দোয়া কামনায়।
ভাইয়া আপনার মেয়ের জন্য বিশেষ দোয়া রইল উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান। আপনার উপস্থাপন করা চিকেন পাকোড়া রেসিপিটা দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল কেননা কিছুদিন ধরেই মন আনচান করেছিল কোন একটা বিশেষ রেসিপি খাওয়ার জন্য , আজকে মনে হচ্ছে সেই রেসিপির সন্ধান পেয়ে গেছি। এই রেসিপিটা আমি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করব আশাকরি খেতে খুবই সুস্বাদু হবে । ধন্যবাদ আপনাকে এমন সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ❤️
হুম লোভের বিষয়ের নাম হলো চিকেন পাকোড়া, অবশ্যই ট্রাই করে দেখবেন তারপর আমাদের সাথে সেটা শেয়ার করবেন।
তেলে ভাজা রেসিপি গুলো আমার কাছে অনেক মজা লাগে। তবে চিকেনের সাথে এভাবে পাকোড়া তৈরি করে খাওয়া হয়নি। দেখেই বোঝা যাচ্ছে বেশ মজা হয়েছে। সাধারণত মজাদার খাবার গুলোর ছবি দেখলে বোঝা যায় কতটা মজা হয়েছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলেই ভাই, যদিও তেলে ভাজা খাবারগুলো সর্বদা আমাদের জন্য ভালো হয় না কিন্তু তবুও খেতে ভালো লাগে।