প্রকৃতি ও হৃদয়ের অনুভূতি || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ3 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি। যদিও এখনো বেশ চাপের মাঝে আছি, কিছু সময়ের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন অবশ্য বেশ চিল চিল ছিলাম কারন প্রকৃতির সান্নিধ্যে থাকার মানেই হলো সজীবন প্রকৃতির ছোঁয়ায় হৃদয়কে শীতল করার সুযোগ। তখন শুধু রিলাক্স এ ডুবে ছিলাম কিন্তু গ্রাম হতে ফিরে আসার পরই আমার শুরু হয়েছে চাপের পরিধি, এই চাপ সহ্য করাটাও কিন্তু একটা আর্ট, যদিও পুরুষ জীবন মানেই চাপের রাজত্বে রাজ্য ঠিক রাখার প্রচেষ্টায় গতিশীল থাকা হি হি হি। না না না অন্য কিছু ভাববেন না আবার আমি এগুলোকে একদমই ভয় পাই না হা হা হা।

আসলে জীবন মানেই কাজ আর চাপ, পুরুষের জীবনে রিলাক্স বলতে কোন শব্দ নেই, সেটা থাকাও উচিত না। আপনি একটু হিসেব মিলিয়ে নিন জীবনের এই পর্যন্ত যাত্রায় আপনি কতটা সময় পেয়েছেন নিশ্চিন্তে রিলাক্স করার কিংবা নিজের ভেতরের সত্তা হতে বের হয়ে ভিন্নভাবে কিছু সময় উপভোগ করার, হিসেব মেলাতে খুবই কষ্ট হবে এটা আমি জানি। কারন আমরা যেখানেই যাই না কেন দায়িত্ব নামক শব্দটা সর্বদা আমাদের মাথায় কার্যকর থাকে, কোন না কোনভাবে সেটার সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাকেও জাগ্রত রাখতে হবে। কারন আর যাইহোক আমরা কখনো দায়িত্বশীল ভূমিকা হতে দূরে সরে আসতে পারি না, এটা সম্ভবও না।

IMG_20240601_151059.jpg

যাইহোক, বেশী কিছুও আবার বলা যাবে না তাহলে মহিমান্বিত নারী সমাজ আবার বিদ্রোহের আগুনে জ্বলে উঠবে, পরে আবার ফায়ার সার্ভিস নিয়ে দৌড় দিতে হবে সেই আগুন নেভানোর প্রচেষ্টায়, তাই আজ দায়িত্বশীল পুরুষের দায়িত্ব এখানে মাটি চাপা দিলাম, হি হি হি । না না না না আমি কখনোই নারী সমাজের বিপক্ষের লোক নই তবে শান্তি প্রিয় পুরুষ এটা ভীষণ সত্য, আরে ভাই বুঝতে হবে তো আমি বিবাহিত মানুষ, খামোখা কেন বিড়ালকে খোঁচা দিতে যাবো হা হা হা। মাইন্ড করলেন বুঝি? একটু মজা নিলাম সুযোগ পেয়ে আর কিছু না, আবার বলিয়েন না যে আমি অপমান করেছি। অপমান কি জিনিষ সেটাই এখনো ভালোভাবে বুঝতে পারলাম না, হা হা হা।

IMG_20240601_151101.jpg

IMG_20240601_151102.jpg

প্রকৃতি নিয়ে কিছু কথা বলতে চেয়েছিলাম, রসিকতার ছলে দেখছি কয়েক মাইল হেঁটে চলে আসছি, যাক আজ সকালে তাহলে একটু ভালোই হাঁটা হলো হা হা হা। যাই আবার তাহলে পেছনে ফিরে যাই, আরে ধুর আপনাকে পিছন ফেরতে কে বলেছে? হা হা হা । প্রকৃতি নিয়ে আসলে বলতে গেলে বলার শেষ হবে না, হয়তো আমরা থেকে যাবো কিন্তু আমাদের অনুভূতি কিংবা উপলব্ধি সেটা কখনো থামবে না। কারণ প্রকৃতি শুধু আমাদের এই ধরণীকে সজীব ও সুন্দর রাখতে না বরং আমাদের জীবনের কর্ম চঞ্চলতা এবং মানিসকতাকে ধরে রাখার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করছে।

IMG_20240601_151055.jpg

IMG_20240601_151108.jpg

আমি যতবারই গ্রামীন পরিবেশে গিয়েছি, যতটা সময় আমি সবুজ প্রকৃতির সান্নিধ্যে ব্যয় করেছি, ততোবার আমার মনে হয়েছে নতুনভাবে এবং নতুন করে নিজেকে ফিরে পেয়েছি। আমি যেমন সবুজ প্রকৃতির মাঝে কিংবা গ্রামীন পরিবেশের মেঠো পথ ধরে হাঁটতে ভালোবাসি ঠিক তেমনি মাঝে মাঝে চেয়ার নিয়ে চলে যাই সবুজ প্রকৃতির মাঝে বসে কিছুটা সময় সতেজ ও নির্মম নিঃশ্বাস নেয়ার জন্য। যতটা সময় ভালো লাগে ঠিক ততোটা সময় এভাবে বসে থাকি। না না না আমি আবার অন্যদের মতো এতো বেশী ক্রিয়েটিভ মানুষ নই, তাই প্রকৃতির মাঝে বসে বসে মোবাইল টিপার কাজ করি না কারন সকল ক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মারা যায় না। তাই প্রকৃতির মাঝে থাকার সময় শুধুই প্রকৃতির সজীবতা উপভোগ করি।

IMG_20240601_151104.jpg

IMG_20240601_151113.jpg

তারিখঃ জুন ০১, ২০২৪ইং।
লোকেশনঃ ধামরাই, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-৯ স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

সকাল সকাল আপনার পোস্ট দেখে মনটাও প্রকৃতির মতো সবুজ হয়ে গেল দাদা৷ আমাদের গ্রাম বাংলা কী নির্মল।

আর পোস্টটি পড়ে খুব মজা পেলাম। বেশ জমিয়ে লিখেছেন৷

এমন স্নিগ্ধ সকালে এরমই প্রাণবন্ত লেখা আসে। ভালো থাকবেন দাদা। এক আকাশ শুভকামনা ও শুভেচ্ছা জানালাম৷

 3 months ago 

বেশ খুশি হলাম আপনার মন্তব্যটি পড়ে, হুম সময় পেলে আমার লেখাগুলো একটু জমিয়ে লেখার চেষ্টা করি যাতে পাঠকরা কিছুটা আনন্দ খুঁজে পায়। অনেক ধন্যবাদ

 3 months ago 

ভাই পুরো নারী সমাজের প্রয়োজন পড়বে না আপনার বাড়িতেই ভাবি আগুন ধরিয়ে দিবে হা হা হা। আর দেখা যাবে আপনার জন্য আপনার বাড়িতেই রান্না বান্না বন্ধ হয়ে গিয়েছে আপনি নিজেই খাবার পাচ্ছেন না 😆। আপনি যেহেতু শান্তি প্রিয় মানুষ তাই সবকিছু চোখ বন্ধ করে মেনে নেন।

 3 months ago 

হুম, সব সম্ভব এর এই দেশে কোন কিছুই অসম্ভব না হি হি হি।

 3 months ago 

যান্ত্রিক এই শহরে আমাদের জীবনগুলো রোবটে পরিণত হয়েছে। বিভিন্ন ব্যস্ততার ছাপে নিজের প্রতিভাকে বিকশিত করা যায় না। পরিবারের চাপে পুরুষের স্বাধীনতা বলতে কিছুই নেই। কিছু বলতে গেলে আগুন লাগবে, আর তা নিভানোর জন্য ফায়ার সার্ভিস লাগবে,😜 এটি দারুন বলেছেন আপনি। গ্রামে প্রাকৃতিক পরিবেশের সাথে খুব সুন্দর সময় উপভোগ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এমন একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। পোস্টটি পড়ে খুবই বিনোদন পেলাম।

 3 months ago 

হুম, পরিবারের কথা চিন্তা করে আমরা পুরুষ সমাজ অনেক ক্ষেত্রেই ছাড় দিয়ে আসছি। ধন্যবাদ

 3 months ago 

প্রকৃতির মাঝে থেকে সজীবতা উপভোগ করাই শ্রেয়, এক ঢিলে দুই পাখি মারতে গেলে দুটোই হাতছাড়া হবার সম্ভাবনা থাকে অধিকাংশ সময়।হা হা
যা বলছিলাম, এখনকার দিনে একটি কমন বাতিক হয়ে দাঁড়িয়েছে ভার্চুয়াল দুনিয়ার আধিপত্য, এই যেমন সুন্দর একটি স্থানে বসে আছে কেউ আর তারপর চারপাশের সজীবতা উপভোগ না করে মোবাইল চালানোয় ব্যস্ত।
এটি এখন অনেক সময় সরাসরি মুখোমুখি আড্ডাতেও দেখা যায়, যা মোটেও ভালো নয় আমার মতে।

তারপর, যে জিনিসটির কথা বুঝতে পারলাম, এই যেমন দায়িত্ব বিষয়টা, আসলে মানুষ কখনোই মৌলিক দায়িত্ব থেকে এড়িয়ে যেতে পারে না। এটি নারী পুরুষ সবার ক্ষেত্রেই সত্য, যদিও ব্যাক্তিবিশেষের আলাদা অভিজ্ঞতা থাকতে পারে।
গ্রামীণ পরিবেশে ভালো সময় কাটুক, এই প্রত্যাশা করি।
ধন্যবাদ।

 3 months ago 

হুম, তাই প্রকৃতির মাঝে গেলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করি না আমি। হ্যা, দায়িত্বশীল ভূমিকায় দুইজনই থাকে সমানভাবে, মাঝে মাঝে কম বেশী হতে পারে, সেটাও স্বাভাবিক বিষয়। ধন্যবাদ

 3 months ago 

আচ্ছা তাহলে এই কথা! পুরুষ মানে যে কাজের কোন বিরতি নেই আর নারীদের বুঝি অনেক বিরতি থাকে ভাইয়া? হা হা হা যার যার অবস্থান থেকে সবাই বিজি থাকেন চাপে থাকেন। আমরাও অনেক চাপে থাকি কাজের মধ্যে। যাক সেদিকে আর যাচ্ছি না। প্রকৃতি ও হৃদয়ের অনুভূতি নিয়ে খুব সুন্দর লেখা লিখছেন আপনি। গ্রামে না গেলে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করা যায় না। অনেক সুন্দর উপভোগ করলেন আপনি অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে।

 3 months ago 

আরে না কোন কথা নেই, দুনিয়াতে সবাই যার যার অবস্থানে সেরা। ঠিক ঠিক সেদিকে না যাওয়াই ভালো হি হি হি। ধন্যবাদ

 3 months ago 

পুরুষ মানুষের জীবনটা আসলে এমনই ভাই। ঘরে এবং বাহিরে চারিদিকে দায়িত্ব আর দায়িত্ব। আর এই দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত পালন করতেই হয়। যাইহোক প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তবে মোবাইল না টিপে যদি গভীরভাবে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়, তাহলে মনটা আনন্দে ভরে যায়। তবে অনেকেই প্রকৃতির মাঝে বসে থেকে প্রকৃতির সৌন্দর্য অবলোকন না করে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। যাইহোক পোস্টটি পড়ে বেশ মজা পেলাম ভাই। আপনি বেশ মজা করে পোস্ট লিখে থাকেন। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

পুরুষ জীবনে আর্থিক চাপ সত্যিই সব পুরুষকে এক একসময় তীব্রভাবে বিদ্ধ করে। যদিও নারীরাও এখন স্বাবলম্বী এবং তারাও ধীরে ধীরে সংসারের চাপ নেয়। আপনার ব্যাখ্যা এবং প্রকৃতি প্রেম বেশ টেনে রাখল। শহর থেকে গ্রামীন পরিবেশে কটা দিন মুক্ত বায়ু পান করে আসতে সত্যি ভীষণ ভালো লাগে এবং নতুন করে যেন বুক ভরা নিঃশ্বাস নিয়ে আবার দৈনন্দিন জীবনে ফিরে আসা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61726.22
ETH 2490.34
USDT 1.00
SBD 2.63