আবেগের কবিতা || বিধ্বস্ত আমি || Original Poetry by @hafizullah
হ্যালো বন্ধুরা,
হৃদয়ের মাঝে ছিলো
যত বিষাদ কালিমা,
আঁধারের মাঝে ছিলো
যত নির্মল তমসা,
সীমাহীন চঞ্চলতায় জাগ্রত সবই
হাতাশার আড়ালে বিব্রত আমি।
মনের গভীরে ছিলো
যত লুকানো ব্যথা,
পূর্ণিমার আকাশে ছিলো
যত আলোকিত কথা,
অমাবস্যার নির্জন অন্ধকারে সবই
হারিয়ে নিস্তেজ হয়েছি আমি।
কবিতার ছন্দে ছিলো
যত আবেগের ছায়া,
অনুভূতির সীমানায় ছিলো
যত স্পন্দনের মায়া,
অভিনয়ের আড়ালে বিভ্রম সবই
ছলনার আঘাতে মলিন আমি।
প্রশান্তির সঙ্গী ছিলো
যত রঙিন কল্পনা,
চাঁদের আলোয় ছিলো
যত নিরর্থক ধূর্ততা,
বিষণ্ণতার ধোঁয়ায় ক্ষয়িত সবই
বিস্ময়ের পূর্ণতায় বিধ্বস্ত আমি।
Image taken from Pixabay 1 and 2
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
ভাইয়া আপনার আবেগের কবিতাগুলো আবেগ দিয়েই মোড়ানো। হৃদয়ের ব্যাকুলতা হৃদয়ের সঞ্চারিত। চমৎকার মনোমুগ্ধকর শব্দের গাঁথুনি।
সব মিলিয়ে বেশ ভালো লেগেছে আমার কাছে।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার স্বরচিত কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল আর সবচেয়ে পরিবর্তন হচ্ছে মানুষের মন।উপরে দেখে বোঝার উপায় নেই তার ভেতরে কি চলছে। ভালোবাসার মায়ার আড়ালে যেমন ধোকা তেমনি মুখোশের অন্তরালে আলোকিত হয়ে অন্ধকারের কালো থাবা দিয়ে দিচ্ছে ধোঁকা।বাস্তব কিছু কথা তুলে ধরেছেন ভাই পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ।
আসলে এখন ভালোবাসার আড়ালে হচ্ছে সব ধোঁকাবাজি। এখন তো সত্যিকার অর্থের ভালোবাসাটা একেবারেই দেখা যায় না। কারণ মানুষ এখন মুখোশ পড়ে ঘুরে বেড়ায়। কার মনে কি চলতেছে এটা আমরা কেউই বুঝতে পারি না। ভালোবাসাটা এখন আনন্দের থেকে কষ্ট টাই বেশি দেয়। কারণ মানুষ এখন ভালোবাসা নিয়ে খেলা করে অনেক বেশি। যার কারণে অপরজন অনেক কষ্ট পায়। কেউ এটা নিয়ে অভিনয় করে, আর কেউ সেই অভিনয়ের কারণে নিঃস্ব হয়ে যায়। যাই হোক ভাইয়া আপনার লেখা আজকের কবিতাটা সত্যি অনেক সুন্দর ছিল। কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে আপনি বাস্তবতাকে তুলে ধরেছেন। আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনার লেখা কবিতাটা।
ভাই আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আজকে অসাধারণ একটি কবিতা লিখেছেন। আবেগী এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল অসাধারণ।
আসলে ভালোবাসার মানুষ যদি আমাদের সাথে ছলনা করে, তাহলে কষ্টটা একটু বেশি হয়ে থাকে তখন। আসলে এখন বেশিরভাগ ভালো মানুষের ভেতরে লুকিয়ে থাকে খারাপ একটা চরিত্র। যারা মুখোশ পড়ে থাকে। কেউ সরাসরি আমাদেরকে ধোঁকা দেয়, আবার কেউ আড়ালে। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার লেখা কবিতা আমার কাছে সবসময় ভালো লাগে ভাইয়া। আশা করছি প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা গুলো আপনি আমাদের মাঝে এরকম ভাবেই ভাগ করে নিবেন।
চমৎকার লিখেছেন ভাই প্রতিটা লাইন আমার কাছে দারুন লেগেছে। আসলে কবিতার লাইনেই নিজের মনের আবেগটা পুরোপুরি ভাবে ছন্দের মাধ্যমে প্রকাশ করা যায়। যাই হোক চমৎকার কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্য শেয়ার করার জন্য।
খুব চমৎকার একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন। কবিতার ভাবার্থ অনেক গভীর। আমি কবিতা পড়তে খুব পছন্দ করি। আপনার কবিতাটি বিষন্নতা ভরপুর। ভালোবাসার আড়ালে ধোঁকা লুকায়িত থাকে। খুবই ছন্দময় একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ আবেগ দিয়ে কবিতাটি লিখেছেন , পড়েই বুঝতে পারছি। কবিতার লাইন গুলো বেশ গভীর ভাবার্থ নির্দেশ করছেন। বেশ ভালো আপনার কবিতাটি পরে।
বরাবরই দারুন কবিতা লেখেন ভাইয়া।আবেগ ও অনুভূতির কবিতা গুলো একটু আবেগীই হয়।কবিতার প্রতিটি লাইন ভালো লেগেছে। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।