আবেগের কবিতা || হৃদয়ের যত অনুভূতি || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিছুটা উন্নতির দিকে আছি অর্থাৎ অসুস্থতার মাত্রা কিছুটা কমে সুস্থতার মাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। হৃদয়ের চঞ্চলতার সাথে আবেগের ব্যাকুলতাও কিছুটা উষ্ণ হতে শুরু করেছে। যদিও সকাল বিকেল টাইম করে আদা চা খাওয়ার ধারাবাহিকতা বেশ সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করছি। বুঝতেই পারছেন ঠান্ডায় কতটা কাহিল হয়ে গিয়েছিলাম, ঢাকায় থেকে যদি আমার অবস্থা এমন হতে পারে তাহলে ঢাকার বাহিরে যারা অবস্থান করছেন তাদের অবস্থা কতটা করুণ হতে পারে, সেটাই চিন্তা করছি বসে বসে।

হৃদয়ের যন্ত্রণার সাথে অনুভূতির ভিন্ন কিছু কথা আজকে ভিন্নভাবে কবিতার ছন্দে ছন্দে প্রকাশের চেষ্টা করেছি। যদিও কবিতায় আমি খুব একটা অভিজ্ঞ নই বরং আমার বাংলা ব্লগের ছত্রছায়ায় কিছু একটা লেখার চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় কবিতা নামক ছন্দমালার কিছু আবেগ সাজানোর চেষ্টা করছি। আজকের কবিতাটি খুব একটা বড় নয়, খুব বেশী কঠিন শব্দও ব্যবহার করা হয় নাই, বরং খুবই সহজ সরল ভাবে হৃদয়ের গভীরে লুকানো কিছু জিজ্ঞাসাকে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। যথারীতি আশা করছি আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।

poppy-50590_1280.jpg

সময়ের সাথে পাল্টে যায়
হৃদয়ের যত অনুভূতি,
জীবনের সাথে পাল্টে যায়
সম্পর্কের যত আকুতি।

সময়ের সাথে পাল্টে যায়
প্রকৃতির যত সজীবতা,
আবেগের সাথে পাল্টে যায়
ভালোবাসার যত আকাংখা।

সময়ের সাথে পাল্টে যায়
আড়ালের যত মুখোশ
স্বার্থের সাথে পাল্টে যায়
বদলে যাওয়ার যত আক্রোশ।

সময়ের সাথে পাল্টে যায়
লড়াইয়ের যত আকুলতা,
নিস্তেজতার সাথে পাল্টে যায়
ব্যাকুলতার যত ভরসা।

সময়ের সাথে পাল্টে যায়
হৃদয়ের যত আলোড়ন,
হতাশার সাথে পাল্টে যায়
সংযোগের যত স্পন্দন ।



Image taken from Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

আপনার সুস্থতা কামনা করছি । আসলে যারা সকাল সকাল কুয়াশার মধ্যে কাজের জন্য বের হন,তারাই অসুস্থ হয়ে পরেন।আর গ্রামের দিকে এর প্রভাব আরো বেশি।তাই অসুস্থ হওয়ার চান্স ও খুব বেশী।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন এই কামনাই করি। আপনি খুব সুন্দর একটি কবিতা সহজ সরল ভাষায় শেয়ার করেছেন আজ।কবিতাটি দারুন হয়েছে।মনের অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 8 days ago 

হৃদয়ের চঞ্চলতার সাথে আবেগের ব্যাকুলতাও কিছুটা উষ্ণ হতে শুরু করেছে।

আপনার আবেগের ব্যাকুলতা উষ্ণ থাকুক সবসময়, সেই কামনা করছি। তাহলে আমরা সুন্দর সুন্দর কবিতা পাবো আপনার কাছ থেকে। যাইহোক কবিতাটি এতটাই ভালো লেগেছে যে,বেশ কয়েকবার আবৃত্তি করে ফেললাম। বরাবরের মতো আজকেও এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 8 days ago 

আপনার শরীর এখন সুস্থতার দিকে যাচ্ছে দেখে ভালো লাগলো। আশা করছি খুব শীঘ্রই পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন। এত সুন্দর অনুভূতি নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো ভাইয়া। আপনার কবিতা সব সময় অনেক সুন্দর হয়। নিজের শরীরের যত্ন নিবেন ভাইয়া।

 8 days ago 

দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাইয়া৷ শীত উপভোগ করার ঋতু। আপনি এভাবে কাহিল হয়ে গেলে কিভাবে চলবে? শীত চলে গেলে গরমে তো মাথা খারাপ অবস্থা তৈরি হবে৷

আপনার কবিতাটি শীতের হিমেল হাওয়ার মতোই রিনরিনে৷ সময়ের সাথে সব কিছুই পালটে যায়। আসলে বদলে যাওয়াই প্রকৃতির ধর্ম। বদলে যাওয়াই সময়ের খেলা।

খুব সুন্দর কবিতা পড়লাম।

 8 days ago 

প্রথমে আপনার সুস্থতা কামনা করছি। আশা করি খুব শীঘ্রই আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে উঠবেন। এত সুন্দর অনুভূতি নিয়ে কবিতাটা লিখলেন আপনি। পুরো কবিতাটা পড়ে আমার তো মনটা একেবারে ভালো হয়ে গেল। এরকম কবিতা গুলো আমি অনেক বেশি পছন্দ করি পড়তে। আপনার কবিতা সব সময় সুন্দর হয়।

 8 days ago 

সময়ের প্রবাহে জীবনের পরিবর্তনশীলতা ও আবেগের রূপান্তর কবিতায় দারুণভাবে ফুটে তুলেছেন ভাইয়া। প্রতিটি স্তবকে সময়ের প্রভাব ও মানবিক সম্পর্কের জটিলতাকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। কবিতাটি চিন্তার খোরাক দেয় এবং হৃদয়ে স্পর্শ করেছে।

 8 days ago 

হৃদয়ের অনুভূতি নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো আমার কাছে দারুন লেগেছে।

 6 days ago 

সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। একসময় যার থেকে টেক্সট এর রিপ্লাই না পেলে ভেতরে তুফান শুরু হতো। অথচ সময়ের ব‍্যবধানে আজ অনেকদিন তার সাথে যোগাযোগ নেই। সময়ের ব‍্যবধানে আবেগ অনূভুতি সবকিছুই নিয়ন্ত্রণে চলে এসেছে। কবিতা টা অসাধারণ লিখেছেন ভাই। একেবারে বাস্তবতা অনূভব করতে পারলাম। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 104624.85
ETH 3262.96
SBD 4.08