ঢাকা শহরের কিছু পরিচিত দৃশ্য আবার নতুন করে দেখার সুযোগ হল আপনার ছবিগুলোর মাধ্যমে। থরে থরে সাজানো বই গুলোর পাশ দিয়ে হেটে গেছি কত বার! কম খরচে অনেক কাংখিত বইই খুজে পাওয়া যায় নীলক্ষেতে।
ভাল থাকুন!
ক্ষুদে স্বাস্থ্যবার্তা
আমাদের পেটের একটা অঙ্গের নাম হচ্ছে প্যানক্রিয়াস (Pancreas)। খাদ্যহজমের জন্যে যে পাচক রস (digestive juice) নিঃসরিত হয় তার বেশীরভাগই আসে এই প্যানক্রিয়াস থেকে। ইনসুলিনের (Insulin hormone) মত মহাগুরুত্বপূর্ণ হরমোনও আসে এই প্যানক্রিয়াস থেকেই!
মাদকাসক্তি (alcohol abuse/misuse) হচ্ছে প্যানক্রিয়াসের প্রদাহের (একিউট ও ক্রনিক প্যানক্রিয়াটাইটিস- Acute & chroni pancreatitis) প্রধান কারণগুলোর একটা। হঠাত করে কোন এক ব্যক্তি উপরের পেটে তীব্র ব্যথা নিয়ে আসতে পারে একিউট প্যানক্রিয়াটাইটিস এ। আবার, যদি হ্যাংলা পাতলা, অপুষ্টিতে ভোগা একজন মাদকাসক্ত বারংবার উপরের পেটে ব্যথার কমপ্লেইন করে, যে ব্যথাটা খাবারের পরে বৃদ্ধি পায়, তাহলে সেটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নির্দেশ করে। যে সব রুগী এই ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভোগে, তাদের শতকরা ৩০ জনেরই একপর্যায়ে গিয়ে ডায়াবেটিস হয়ে যায় (ইনসুলিন হরমোন তৈরীতে ব্যঘাত ঘটার ফলে) ।