আমার বাংলা কবিতা : বাঁচাও পৃথিবী

IMG_20210508_174506.jpg

ওরে নদী তুই থামরে খানিক বয়েছিস কোন পথে?

আকাশও তো আজ হারিয়েছে নীল সময়ও চলেছে সাথে

ওরে তারা তুই মিটমিট করে জ্বলে থাক সারারাত,

জোস্না ও আজ পালিয়েছে দূরে ফ্যাকাশে হয়েছে চাঁদ।

বর্ষা তুই নেমে আয় আজ ভেজাতে আমার শহর,

বনবৃক্ষও ভালো নেই তাই পাঠিয়েছে তার খবর।

ওরে ঝড় তুই এগোস না আর বলি একটু থাম,

কত জীবন যে ধ্বংস করলি মিটিয়ে মনস্কাম।

ওরে আলো তুই যাস না আজ, আয় রে সঙ্গী হতে,

প্রকৃতি আজ কলুষিত এই বিপুল জনস্রোতে।

ওরে দুঃখ মুছে যা আজ রাখিস না পিছু টান

এসো সকলেই আজ বিশুদ্ধ করি এই পৃথিবীর প্রাণ ।

কবি : @greenphotoman

Powered by @greenphotoman

Sort:  
 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর বর্তমান পৃথিবীর কঠিন বাস্তব তুলে ধরেছেন। অনেক শুভেচ্ছা।

ভাই অনেক ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপনার কবিতা ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য

ভাই ।অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। কবিতা টি পড়ার জন্য।

 3 years ago 

অসাধারণ কবিতা ।ধন্যবাদ দাদা।

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই বাস্তবিক কবিতা ভাইয়া। ধন্যবাদ শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

আপনি একটি ভেরিফিকেশন পোস্ট করুন আগে , না হলে আপনার ফিউচার পোস্টগুলি curation জন্য উপেক্ষা করা হবে ।

দাদা আমি একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে পোস্ট করেছিলাম এই কমুনিটিতে ।
https://steemit.com/hive-129948/@greenphotoman/3lxyos

 3 years ago 

এতে হবে না, ভেরিফিকেশন পোস্টে ID লেখা ডেট সহ সেলফি দিতে হবে সাথে সংক্ষিপ্ত বর্ণনা :)

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67120.19
ETH 3459.44
USDT 1.00
SBD 2.72