আমার বাংলা কবিতা : স্বপ্নের দেশ

IMG-20210810-WA0001.jpg

Location

মাঝরাতে ঘুমঘোরে দেখেছিনু স্বপ্ন,
তাই দেখে মনে মনে হয়েছিনু প্রসন্ন।
সেই স্বপ্ন ছিল সুন্দর প্রকৃতির,
পারবো না দেখাতে সুমধুর সে ছবির।
ছিল না মানুষজন, ছিল না ঘরবাড়ি
সেই দেশে ছিল শুধু উঁচু-নিচু-ঢালু পাড়ি।
দেশ দেখে মনে হয় প্রকৃতির দান,
ছিল শুধু গাছপালা আর ছিলো ধান।
পাহাড়ের গায়ে ছিলো বড়ো বড়ো গুহা,
মাঝে মাঝে দেখা যেতো ছোট ছোট কুঁয়া।
ছিল বহু পাখি আর ময়ূরের ঝাঁক,
সারাদিন নানা সুরে দিত তারা ডাক।
ছোট ছোট নদী ছিল তাতে ছিল মাছ,
ভাবলাম চলে যাই সব ফেলে কাজ।
যখন সকাল হল ভেঙে গেল ঘুম,
ঘুম থেকে উঠে আমি কাজে ছুটলুম।
সারাদিন কাজ করে আসলাম ঘরে,
মনটা কেমন যেনো হু-হু-হু-হু করে।

হঠাৎ পড়ল মনে স্বপ্নের কথা,
অনুভব করলাম ক্ষনিকের ব্যথা।
মনে বড়ো সাধ হল সেই দেশে যাব,
কিন্তু ঠিকানা আমি কার কাছে পাবো?
ঠিকানার খোঁজে আমি ডাকঘরে যাই,
আমাকে এক বাক্যে পাগল বলল সবাই।
ঘোরাঘুরি বন্ধ হল বন্ধ হল কাজে যাওয়া,
দেহ অবসন্ন হল না করে খাওয়া দাওয়া।
একদিন মোর বন্ধু, এলো মোর ঘরে
চেঁচিয়ে বলল না খেয়ে যাবি তুই মরে।
তারপর বলল সত্যি বলছি ভাই,
সপ্নের দেশ বলে বাস্তবে কিছু নাই।
এই কথা শুনে কিছুটা শান্ত হলো মন,
খাওয়া দাওয়া করে কাজে গেলাম তখন।
দিন-মাস-বছর অনেক অতিক্রম হল,
মন থেকে তবুও সংশয় না গেল।
স্বপ্নের সেই দেশ খুঁজতাম গোপনে,
একবার চলে গেলে আসবে না জীবনে।

কবি : @greenphotoman

Powered by @greenphotoman

Sort:  
 3 years ago (edited)

স্বপ্নের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের আশা ,চাহিদা ,আকাঙ্ক্ষা, আমাদের ভাবনার প্রতিফলন ফুটে ওঠে। আপনার কবিতার মধ্যে কাল্পনিক ও বাস্তবের অপূর্ব সুন্দর নিদর্শন ফুটে ওঠার সাথে সাথেই ছন্দের সাথে আপনার কলমের নিপুন ছোঁয়ায় কবিতাটি অনবদ্য হয়েছে। অসংখ্য ধন্যবাদ ।

@simaroy অনেক ধন্যবাদ।

 3 years ago 

স্বপ্নের সেই দেশ খুঁজতাম গোপনে,
একবার চলে গেলে আসবে না জীবনে।

সত্যি বলছি আমিও আসবো না ফিরে, হা হা হা। কবিতাটি বেশ ভালো লেগেছে, সুন্দর লিখেছেন।

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি বেশ ভালো লেগেছে, সুন্দর লিখেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য

অসংখ্য ধন্যবাদ ।

 3 years ago 

কবিতা টি অনেক হয়েছে ভাইয়া

 3 years ago (edited)

ভাইয়া অনেক বলতে বুঝলাম না। তবুও মন্তব্যর জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনার কবিতাটি পড়ে মনে হচ্ছিল আমিও স্বপ্নের রাজ্যে বিরাজ করছি।অসাধারণ হয়েছে কবিতাটি।আমার খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

স্বপ্নের রাজ্যে স্বপ্ন রোপন। দারুণ লিখেছেন। শুভ কামনা।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর মন্তব্য এবং উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

শুভেচ্ছা

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61320.84
ETH 2394.93
USDT 1.00
SBD 2.56