RE: এবিবি ফান প্রশ্ন- ৫২৬ || শৈশবে রমজানের মজার কোন ঘটনা।
শৈশবে রমজানের মজার ঘটনা বলতে---আমার বাড়ির পিছনে হাইস্কুল।দিনের বেলা স্কুল শেষ করে বাড়ি ব্যাগ-বই রেখেই বিকেলে খেলাধুলা সেরে বাড়ি ফিরতাম।কারন রাতে আমরা নাইট স্কুলে পড়তাম,গ্রামের দূর-দূরান্ত থেকে ছেলে-মেয়েরা পড়তে আসতো।কিছুজন রাতেই পড়া শেষ করে বাড়ি ফিরে যেত তাদের বাবার সঙ্গে।আর কিছু ছেলেরা স্কুলের ক্লাস রুমে থেকে যেত।তারা বাড়ি থেকে আসার সময় ভাত ,বিছানা সমস্ত কিছু নিয়ে আসতো।এর মধ্যে কয়েকজন ছিল মুসলিম ছেলে।সন্ধ্যায় আমরা সকলের ধর্ম অনুসারে প্রার্থনা করে পড়তে বসতাম,তারপর টানা পড়া চলতো।বাড়ি থেকে সবাই লুন্ঠন হাতে করে নিয়ে আসতো, কারন কারেন্ট চলে গেলে ওটাই সম্বল।তো রোজার সময় ওই ছেলেগুলো রোজা রাখতো, তাই সন্ধ্যার সময় তাদের রোজা ভাঙতে হতো।মাঝে মাঝেই আমরা সকলের কাছ থেকে টিফিনের টাকা জড়ো করে মুড়ি,চানাচুর এবং পেঁয়াজু কিনে নিয়ে আসতাম।তারপর একসঙ্গে মেখে সবাই মিলে জমিয়ে খাওয়া হতো স্কুলের মাঠে বসে,সকল ক্লাসের ছেলে-মেয়েরা সেখানে ছিল।কিন্তু রাতে পড়ার সময় আলাদা আলাদা ক্লাস ভাগ ছিল।ফুরফুরে হাওয়ায় আমরাও ইফতারে অংশ নিতাম তাদের সঙ্গে, খুবই মজা হতো।।