ওহ ভাইয়া ,এখনকার মানুষের যে কি পরিমাণ বুদ্ধি আপনি কল্পনা করতে পারবেন না ভাইয়া!আসলে ওই মানুষগুলো সরিষাগুলি এমনি এমনি রোদ দেয়নি,শুকানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন যানবাহনের নীচে পড়ে যাতে মাড়াইও হয়ে যায় সেজন্যও দিয়ে থাকে ভাইয়া।আমাদের এখানেও কিছু মানুষ মেইন রোডের উপর ধানসহ বিচুলি রোদ দিয়ে থাকে।এতে যে কারো ক্ষতি হতে পারে তাতে তাদের বিন্দুমাত্র ভাবনায় আসে না, যাইহোক কাটাছেঁড়ার উপর দিয়ে গিয়েছে এটাই ঈশ্বরের কৃপা।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।