You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৩

in আমার বাংলা ব্লগlast month

অনুগল্প:

ছোটবেলায় একবার শীতের দিনে আমার বাবা আমাকে ও আমার দাদাকে একটি করে র‍্যাকেট কিনে দিয়েছিলো সঙ্গে একটি পালক।প্রতিদিন বিকেলে ঘরের পিছনে স্কুলের মাঠে খেলতে যাওয়া সেটা নিয়ে।আবার কখনো বাড়ির উঠানে খেলা হয়, একদিন বিকেলে খেলবো বলে র‍্যাকেট ও পালক নিতে গিয়েই মাথায় হাত।আমার র‍্যাকেটের মাঝের তার ছেড়া,বাঁকা আর পালকটা উধাও।শীতের সময় ইঁদুরের উৎপাত তাই এটা ইঁদুরের-ই কর্মকান্ড।পালকটা তন্ন তন্ন করে খোঁজার পরও পাওয়া যায়নি।তারপর অনেকদিন কেটে যায়,গ্রামের দিকে মাটির ঘর সকলের।তাই একবার মা ঘরের দেওয়াল লেপন দিতে গিয়েই ইঁদুরের খাঁদ দেখতে পায়,সেই খাঁদের ভিতর শীতে জড়ো করে রাখা কাপড়ের ছোট ছোট টুকরো ছিল।খাঁদের ভিতরে সাপ ঢুকে থাকতে পারে তাই মা সেই কাপড়ের টুকরোগুলি বের করতেই চোখে পড়ে সেই পালকটি।যেটার পালক অর্ধেকটা ভালো, বাকি অর্ধেক চিবিয়ে টুকরো করা।ভাবুন তখন আমার ছোট্ট মনে কতটা আঘাত পোহাতে হয়েছিলো সেইসময়।।😢😢

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.22
JST 0.033
BTC 98442.42
ETH 2696.37
SBD 3.53