আসলেই এইসব দুর্যোগের পিছনে মানুষের অসচেতনতা কিছুটা দায়ী।তারপরও প্রকৃতির কাছে আমরা খুবই ক্ষুদ্র।তার রূপ যখন তখন পরিবর্তন হতে পারে, আর আপনাদের দেশের অবস্থা যখন ফেইসবুকে কিংবা ইউটিউবে দেখি খুবই খারাপ লাগে এবং চোখে জল চলে আসে।তারপরও জীবন আগে,সবকিছু ঠিক হয়ে যাক সেটাই প্রত্যাশা করি।ধন্যবাদ আপু,পোস্টটি শেয়ার করার জন্য।