অও,পাখির খাঁচাটি তো ভীষণই সুন্দর হয়েছে দাদা।স্বাধীন প্রাণীকে সবসময় স্বাধীনভাবে রাখাই ভালো।তাছাড়া diy মানেই সময়সাপেক্ষ।বেশি সময় দিতে পারলে দেখতেও সুন্দর লাগে।তুমি পাঁচ ঘণ্টার মতো সময় দিয়েছো এইজন্য ফুলগুলো দেখতেও চমৎকার বা আকর্ষণীয় লেগেছে আমার কাছে।তবে খাঁচার মাথায় যেহেতু একটি ফুল তাই একটি ডাল যুক্ত করে দিলে ভালো হতো ফুল বাগানের সঙ্গে।ধন্যবাদ দাদা।
এটা কিন্তু তুমি ভালো পরামর্শ দিয়েছো বোন। যাইহোক, পাখির খাঁচাটি যে তোমার কাছে ভীষণ সুন্দর লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আমি।