You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮২
বাড়ছে জ্বালামুখী গরমের তীব্রতা,
বৃষ্টিভেজা দিনের আহ্বানে আমাদের ইচ্ছেরা।
প্রেমিকার বাহানারা আটকে আইসক্রিম কিংবা শরবতে,
প্রেমিকরা আবদার পূরনে বেদনামাখা পকেটে।
কে রক্ষা করবে এদের!
গরমের অবসরে শীতল প্রশান্তি চাই যাদের।
গরমের তাপদাহে মুখে ওড়না মুড়ে
প্রেমিকারা তাই ছুটছে প্রেমিক পুরুষপানে,
হৃদয়ে ক্ষত নিয়েও হাসিমুখে সইয়ে
প্রেমিকরা খরচ মেটাতে রেস্টুরেন্টের প্লেট ধুয়ে।।