You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬০

in আমার বাংলা ব্লগ7 months ago

অনুগল্প:

গরমের রাতে যখন লোডশেডিং দেখা দিতো তখন গ্রামে কোনো অসুবিধা হতো না।কারন ল্যাম্প কিংবা হ্যারিকেন জ্বালানো হতো সঙ্গে ফুরফুরে হাওয়া।কিন্তু শহরে মোমবাতি থাকলেই তবে টিমটিম করে জ্বলবে।তো শহরে অতিরিক্ত গরমে যখন হঠাৎ লোডশেডিং দেখা দিতো তখন ঘর্মাক্ত শরীরে গরম সহ্য করতে না পেরে সবাই বেরিয়ে আসতো রাস্তায়।তারপর শুরু হতো হৈ-হুল্লোড় আর অন্ধকারে বড়োরা জড়ো হয়ে বসে গল্প করতো।আর শহুরে বাচ্চাদের শুরু হতো লুকোচুরি খেলা।তারপর রাতের অলিতে গলিতে লুকিয়ে চেঁচামেচিতে জমে উঠতো খেলা।যতক্ষন কারেন্ট না আসবে ততক্ষণ ধরে চলতে থাকবে খেলা, তখন রাত বারোটা কিংবা রাত দুটো-ই হোক না কেন।তো লোডশেডিং এর রাতগুলোতে শহুরে বাচ্চারা বেশ উপভোগ করতো।একবার আমিও যোগ দিয়েছিলাম এই লুকোচুরি খেলায়।।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06