আসলে এ সমস্ত কিছুর পিছনে মানুষেরাই দায়ী।অতিরিক্ত গাছ কেটে বিশ্বউষ্ণায়ন সৃষ্টি করছে মানুষেরাই।তাছাড়া আমাদের বাড়িতেও টিউবওয়েল রয়েছে।গরমের সময় চারিদিকে জল শুষে নেয় বলে খুবই কম জল ওঠে।আর জল না উঠলে মানুষের অনেক বড় সমস্যা।আপনাদের এলাকায় টিউবওয়েল থেকে জল উঠছে না জেনে খারাপ লাগলো।আসলেই বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন, ধন্যবাদ আপনাকে।