You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩২৩||নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে কোন গাছের নিচে বসতে হবে??
আমার তো মনে হয় নিউটনের চেয়ে বড় বিজ্ঞানী হতে হলে বেল গাছের নিচে বসতে হবে।তাহলে যখনই পাকা বেল মাথায় পড়বে তখন মাথা ফেটে রক্ত বের হবে।তবেই না রক্তের সঙ্গে নানা বুদ্ধি আবিষ্কার হয়ে বের হবে আর এভাবে লড়াই করলেই তো বড় বিজ্ঞানী হতে পারবে।।
বেল গাছের নিচে বিজ্ঞানী হওয়ার যুদ্ধে নামবেন তাহলে হা হা হা।
ঠিক তাই ভাইয়া, যুদ্ধ ছাড়া আবিষ্কার অসম্ভব।☺️☺️
আমারও তাই মনে হয় আপু বেল মাথায় পড়লেই ভালো হবে। মাথাও ফাটবে সেই সাথে বুদ্ধিও খুলবে। দারুন বলেছেন আপু।
মাথা ফেটে বুদ্ধি ঝরঝর করে মাটিতে পরবে আপু,হি হি।
হাহাহা শুনে বেশ মজা লাগলো দিদি। আবার হাসপাতালেও যেতে হবে ব্যান্ডেজ করার জন্য।
হুম বুদ্ধি মাথা থেকে বের হলেই তারপর হাসপাতালে ভর্তি হতে হবে।☺️