রাস্তাঘাটের যানবাহনের বেপরোয়া চলাচল দেখে বাচ্চারা খুবই ঘাবড়ে যায়।এটা আসলে সমাজের বা সেই দেশের যানজট সমস্যা।প্রয়োজনের অতিরিক্ত গাড়ি থাকায় দুর্ঘটনাগুলি বেশি ঘটে থাকে।আপনার পোষ্ট পড়ে অনেক ঘটনার কথাই জানলাম।তবুও সাবধানে চলাফেরা করবেন,আশা করি ধীরে ধীরে আপনার মেয়ে ভয় কাটিয়ে উঠবে সময়ের সঙ্গে সঙ্গে।শুভকামনা রইলো দিদি।
ঠিক বলেছেন বেপরোয়া যানবাহনের চলাচল দেখে বড়োরাই আমরা ঘাবড়ে যাই।ধন্যবাদ