স্ট্যান্ডিং টিকেটের আগের দুই পর্ব আমার অবশ্য পড়া হয়ে ওঠেনি।তবে এটা পড়ে বুঝতে পারলাম পোষ্টটি জার্নি সংক্রান্ত বিষয় নিয়ে।ট্রেন জার্নি করতে আমার বেশ লাগে।তবে ঠিকই বলেছেন একা সব জার্নিতেই বোরিং লাগে ,একজন থাকলে গল্পে গল্পে সময় কেটে যায়।যাইহোক আপনারা ভালোভাবে পৌঁছে গিয়েছেন গন্তব্যে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
জি দিদি। দাড়িঁয়ে দাড়িঁয়ে জার্নি করলে কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার থাকেই। আপনাকে অনেক ধন্যবাদ দিদি 🍃🦋