You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৭
মা মানে এক বীরাঙ্গনা নারী,
যার স্নেহ-মমতা,আশীর্বাদ সদা সন্তানের মস্তকধারী।
মা শব্দটি আবেগভরা মধুময় ডাক,
দাঁড়িপাল্লা মেপেও যে হবে নাকো ভাগ।
মা মানে চাপা নিঃশ্বাসে নীরবতার সঙ্গী,
হৃদয় জুড়ানো মায়ায়, কোমল মনের ভঙ্গি।
মা মানে শীতলতার ছায়া,গর্ভধারিণী,
স্নেহের সকাল আর ছায়ার আঁচল।
মুখ ফুটে তাই ডাকি যখন মা..........
মিষ্টি হেসে বলে তখন আমি তোর অন্তরাত্মা।।
খুব সুন্দর হয়েছে। 💕
ধন্যবাদ দাদা।🥰 🥰