একদম ঠিক বলেছেন দাদা, বর্তমানে বাচ্চাদের মধ্যে ভদ্রতার অভাব আছে।
দাদা,ডাইয়েটা কি?
আসলে আমরা বোলতার চাক থেকে ডিম সংগ্রহ করে বড়শি দিয়ে মাছ ধরতাম। আপনার লেখা পড়তে পড়তে আমার ও মাছ ধরার কথা মনে পড়ে গেল।এটা ছিল আমার কাছে নেশার মতো।কখনো বড়শি দিয়ে মাছ ধরা,তো কখনো ক্যানেলের জল সরিয়ে দিলে হাত চেপে মাছ ধরা।আমার তো জলের মধ্যে হাত দিয়ে মাছ ধরতে বেশি মজা লাগতো।বড়শি দিয়ে মাছ ধরা খুবই ধৈর্য্যের বিষয় ছিল।ভালো লাগলো আপনার লেখা পড়ে,ধন্যবাদ আপনাকে।