You are viewing a single comment's thread from:
RE: টিভি সিরিজ রিভিউ: ম্যানিফেস্ট - কন্ট্রাইলস( একাদশ পর্ব -সিজন ১)
আজকের পর্বে বেশ চমক ছিল।শার্লি মেয়েটা সত্যিই ভয়াবহ,তাছাড়া ফ্রাঙ্ক নামক অফিসারটি নতুন কোথা থেকে উদয় হলো?জ্যাক আবার কোথায় গায়েব হয়ে গেল? সবকিছু যেন ঘুলিয়ে যাচ্ছে।সিরিজটা এতটাই বড় যে মনে রাখা বেশ কঠিন,প্লেনটিকে সাড়ে ৫ বছর গায়েব করে রাখা মুখের কথা নয় আমার মনে হয় যারা এই কাজটি করেছিলেন তারা বেশ চতুর।খুব সুন্দর রিভিউ করেছেন দাদা,ভালো লাগছে পর্বগুলি পড়তে।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।শুভকামনা রইলো আপনার জন্য।