হ্যাপি নিউ ইয়ার দাদা।নতুন বছরে সবকিছু নতুনভাবে শুরু হোক আমাদের সকলের জীবনে।সব ভয়াবহতা দূরে সরে নতুনের আনন্দে মেতে উঠুক সবার জীবন।সব আঁধার কেটে গিয়ে আলোর উন্মোচন হোক সবার জীবনে ।তাছাড়া বৌদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক নতুন বছরের আগমনে। সকলের জীবন অনেক শুভ হোক আগামীর পথ চলাতে।হ্যাপি নিউ ইয়ারে টিনটিন বাবুর জন্য অনেক অনেক আদর ও ভালোবাসা রইলো💝💝।দাদা, বৌদির সুস্থতার জন্য ও আপনার পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।