চমৎকার কবিতা।কবিতায় কবির প্রতীক্ষায় প্রতিটা প্রহর কাটে ।দিনের পর দিন কেটে যায় তবুও অপেক্ষার শেষ হয় না।একটি দিন শেষ শেষ নতুন দিন শুরু হয়, আর নতুন দিনকে সামনে রেখে কবি নতুন স্বপ্নে বিভোর হয়ে যান।এভাবে কখনো কখনো রাত শেষ হয়ে যায় কবির না ঘুমিয়ে।শুধু তার একান্ত প্রিয়জনের জন্য অপেক্ষা শেষ হয় না।নীরবে ও অভিমানে পথ চেয়ে বসে থাকেন তার আসার প্রতীক্ষায়।দারুণ লেখনি দাদা।ধন্যবাদ আপনাকে।