You are viewing a single comment's thread from:

RE: ছ'টি random আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা ,অসাধারণ ও দুর্দান্ত সব আলোকচিত্রগুলি।খালি চোখে দেখলে খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু প্রতিটি ছবি খুবই অর্থবহ ও বিশেষ কোনো বিষয়ের ইঙ্গিত দেয়।এই মুহূর্তে ছবিগুলো দেখে আমার মনের ভাব প্রকাশ করলাম----
●একটি ঘর তৈরি করতে ও ভালো ভীত তৈরি করা আবশ্যক, যেমনটি একজন ভালো মানুষ হওয়ার ক্ষেত্রেও।
●দিন দিন জলের যা অপব্যবহার/অপচয় হচ্ছে ভবিষ্যতে সংকট সৃষ্টি হতে বাধ্য।"দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে যা হয়"।হয়তো একসময় অনেক
টাকার বিনিময়ে ও জল পাওয়া যাবে না।
●একটা সামান্য ব্লেড কোনো চলমান প্রাণীর জীবন কেড়ে নিতে পারে সহজেই কিন্তু কোনো জড় জীবের ক্ষেত্রে তা অসম্ভব।সামান্য কোনো কিছুকে তুচ্ছ ভাবা উচিত নয়।
●নারিকেল ও তালগাছের কথা কি বলবো দাদা।নীল আকাশের নিচে প্রকান্ড গাছগুলো শূন্যের উপর দাঁড়িয়ে সব প্রকৃতির অপরিসীম সুন্দরতাকে ফুটিয়ে তুলেছে।যা আমাদের ও শিক্ষা দেয় ,সৎপথে মাথা উঁচু করে দাঁড়াবার।
●পেনের মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে।একজন শিক্ষিত মানুষের কাছে ,একটি পেনের অনেক ক্ষমতা।
অনেক অনেক ধন্যবাদ দাদা।ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 98646.90
ETH 3511.62
USDT 1.00
SBD 2.98