You are viewing a single comment's thread from:

RE: "ব্ল্যাক এণ্ড হোয়াইট" ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রত্যেকটি ছবি এক একটি জীবনের পরিপূর্ণ অর্থবহন করে।এক একজনের জীবনের বাস্তবতার ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে এই সাদা-কালো ছবিগুলোতে।পূর্বে এই ছবিগুলো খুবই জনপ্রিয় ছিল।এতে ছিল সত্যিকারের বাস্তবতার রূপ,কিন্তু বর্তমানে রঙিন জগতে অধিকাংশ ছবিই মিথ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়।পূর্বের মুভিগুলো ও সাদা-কালো কিন্তু সেগুলো এখনো মানুষের মনে জ্বলজ্বল করে কিছু শেখানোর।
প্রত্যেকটি ছবিই অসাধারণ ও মনমুগ্ধকর।একদম বাঁধিয়ে রাখার মতো।এই ছবিগুলোতে আলাদা একটা বিশেষত্ব লুকিয়ে থাকে।যা আমার কাছে খুবই ভালো লাগে।নদী,মানুষ, পশু- পাখি,মেটে জিনিস, ইট-পাথর এবং ক্ষুধার্ত মানুষের জীবন যাপন ও এক বৃদ্ধা নারীর সংগ্রাম সবই স্পষ্ট করে দেয় এই অপরুপ ছবিগুলোতে।অনেক ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.039
BTC 94495.37
ETH 3358.58
USDT 1.00
SBD 3.14