You are viewing a single comment's thread from:
RE: আমার কবিতার খাতা থেকে:যদি ফেরা যেত
কবিতাটি পড়ে আমার শৈশবের কথা মনে পড়ে গেল।তবুও বাস্তবতাকে মেনে নিয়ে চলতে হবে বাকি পথগুলো স্মৃতিকে আঁকড়ে ধরে।শৈশবের স্মৃতিগুলি প্রতিটি মানুষের হৃদয়কে কুড়ে কুড়ে খায় আবার অতীতে ফিরে যাওয়ার জন্য।হয়তো ছেলেবেলার সত্যিকারের বন্ধুদের মতো প্রযুক্তির বন্ধুরা আমাদের স্বর্গীয় সুখ দিতে পারবে না তবুও সেটাই আকড়ে ধরে চলতে হবে।সবার শৈশবগুলি এখন শুধু ধোঁয়াশায় ঘেরা কল্পনামাত্র।চাইলে ও ফিরে পাওয়া যায় না।কবিতার মধ্যে ছেলেবেলার অনেক স্মৃতি,হাসি-কান্না ও বিনোদন ফুটে উঠেছে।দাদার কবিতাগুলো বরাবরই চমৎকার।ধন্যবাদ দাদা।