You are viewing a single comment's thread from:

RE: ‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-১৮ (Weekly Hangout Report-18)

in আমার বাংলা ব্লগ3 years ago

এই বৃহস্পতিবারের হ্যাংআউটটি একটু ভিন্নভাবে কেটেছে সবার।কারণ এইবারের হ্যাংআউটে সকল মডারেটর দাদাদের মজার শিক্ষনীয় কুইজ প্রতিযোগিতা হয়েছিল তার সঙ্গে সকলের দেওয়া পুরস্কার।এছাড়া দাদার শারদীয়া প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ছিল এবং তার সঙ্গে বিশেষ পুরস্কারের আকর্ষণ।যা হঠাৎ 10 গুন বাড়িয়ে দেওয়া হয় সকলকে অবাক করে ।আমি এই প্রতিযোগিতায় প্রথমবিজয়ী হওয়ায় এই হ্যাংআউটটি আমার জন্য অন্য চমক ও উম্মাদনার সৃষ্টি করেছিল।তাই এই হ্যাংআউট -18 টি চিরস্মরণীয় হয়ে থাকবে আমার কাছে।সকল এডমিন ও মডারেটর ভাইয়াদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ।সুন্দর হ্যাংআউট রিপোর্ট প্রকাশের জন্য হাফিজুল্লা ভাইয়াকেও আন্তরিকভাবে ধন্যবাদ।এছাড়া "আমার বাংলা ব্লগবাসীর" সকলকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95576.96
ETH 3327.61
USDT 1.00
SBD 3.30