"বেলে মাছ ও খয়রা ইলিশ মাছের ঝাল রেসিপি"

in আমার বাংলা ব্লগ2 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি আছি।কারন আবহাওয়া খারাপ থাকার জন্য ফোনে চার্জ দিতে যেমন সমস্যা হচ্ছে তার উপরে আবার নেট সমস্যা।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

বেলে মাছ ও খয়রা ইলিশ মাছের ঝাল রেসিপি:

IMG_20240924_231850.jpg

অনেকদিন ধরেই রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।কারণ রেসিপি মানেই সময়সাপেক্ষ,তারপরও আজ একটি রেসিপি পোষ্ট নিয়ে হাজির হয়েই গেলাম।আসলে কয়েকদিন আগে সামুদ্রিক খয়রা ইলিশ মাছ কেনা হয়েছিল,যার সঙ্গে আবার দুটি বেলে মাছও ছিল।বেশিরভাগ সময় খয়রা ইলিশ মাছ ভাজি খাওয়া হয়।কিন্তু আজ খয়রা ইলিশ মাছ ঝাল খাওয়া হয়েছিল,কারন খয়রা ইলিশ মাছ আমার অনেক প্রিয়।তাই আজ তৈরি করলাম বেলে মাছ ও খয়রা ইলিশ মাছের ঝাল রেসিপি।এই রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর লাগছিলো, খেতেও তেমনি সুন্দর হয়েছিল।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20240924_231550.jpg

IMG_20240924_231710.jpg

উপকরণসমূহ:

1.খয়রা মাছ ও বেলে মাছ - 8 পিচ
2.আদা ও রসুন বাটা-1 টেবিল চামচ
3.পেঁয়াজ কুচি- 2 টি
4.শুকনো মরিচ বাটা- 1 টেবিল চামচ
5.কাঁচা মরিচ বাটা - 1 টেবিল চামচ
6.লবণ- 1 টেবিল চামচ
7.হলুদ-1/2 টেবিল চামচ
8.গোটা মরিচ - 4 পিচ
9.জিরে বাটা-1 টেবিল চামচ
10.পাঁচফোড়ন-1/3 টেবিল চামচ
11.সরিষার তেল- 4 টেবিল চামচ

IMG_20240924_190249.jpg

IMG_20240924_193856.jpg

প্রস্তুত-প্রণালী:

ধাপঃ 1

IMG_20240924_190322.jpg
প্রথমে আমি মাছগুলির আশ ছাড়িয়ে নিয়ে বটির সাহায্যে কেটে নিলাম।

ধাপঃ 2

IMG_20240924_190422.jpg
এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম মাছের সঙ্গে।

ধাপঃ 3

IMG_20240924_190439.jpg
এখন মাছগুলোতে মিশিয়ে নিলাম লবণ ও হলুদ।

ধাপঃ 4

IMG_20240924_190514.jpg
এরপর চুলায় একটি পরিষ্কার কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম।

ধাপঃ 5

IMG_20240924_193228.jpg
এখন তেল হালকা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভেজে নেব উল্টেপাল্টে।

ধাপঃ 6

IMG_20240924_191230.jpg
তো ভেজে নেওয়া মাছগুলো তুলে নিলাম একটি পাত্রে।

ধাপঃ 7

IMG_20240924_191329.jpg
এরপর পুনরায় কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে।

ধাপঃ 8

IMG_20240924_193252.jpg
এখন তেলের মধ্যে পেঁয়াজ ও পাঁচফোড়ন দিয়ে দিলাম ।তারপর সমস্ত বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ ভাজির মধ্যে।

ধাপঃ 9

IMG_20240924_193319.jpg
এখন মসলাগুলি একত্রে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব অল্প পরিমাণে।

ধাপঃ 10

IMG_20240924_191406.jpg
এরপর ভালোভাবে ফুটিয়ে নেব মসলার জলটি।

ধাপঃ 11

IMG_20240924_191428.jpg
এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তরকারির মধ্যে।

ধাপঃ 12

IMG_20240924_192436.jpg
এখন তরকারিতে ভালোভাবে ছোট বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো।সবশেষে গোটা কাঁচা মরিচ ছড়িয়ে দেব তরকারির উপর।

শেষ ধাপঃ

IMG_20240924_231614.jpg
এরপর তরকারীটি নামিয়ে নেব একটি পাত্রে।

পরিবেশন:

IMG_20240924_231521.jpg

IMG_20240924_231639.jpg

IMG_20240924_231754.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার বেলে মাছ ও খয়রা ইলিশ মাছের ঝাল রেসিপি।এই রেসিপিটি তৈরির পর দেখতে যেমন সুন্দর লাগছিলো, খেতেও তেমনি সুন্দর হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Thanks.

 2 months ago 

বেলে মাছ তো খাওয়া হয়, তবে খয়রা মাছ কখনো খেয়েছি বলে মনে হচ্ছে না। তবে মাছগুলো দেখে মনে হচ্ছে টেস্ট বেশ ভালোই হবে। তাছাড়া রেসিপির কালারটা খুব সুন্দর এসেছে। গরম গরম ভাতের সাথে এমন রেসিপি খাওয়ার মজাই আলাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আসলেই ভাইয়া, এই রেসিপিগুলি গরম ভাতে জমে যায়।আর খয়রা ইলিশ মাছের সুগন্ধ ইলিশ মাছের মতোই খেতেও সেইরকম কিন্তু জাতে ছোট হওয়াতে খুবই কাঁটা রয়েছে।ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আমি বেলে মাছের নাম শুনেছি, কিন্তু কখনো খয়রা মাছের নাম শুনিনি। বেলে মাছ আমার অনেক বার খাওয়া হয়েছে, কিন্তু খয়রা মাছ কখনো খাওয়া হয়নি। আপনি এই দুইটা মাছের একসাথে রেসিপি তৈরি করেছেন, তাও ঝাল ভাবে। এটা দেখে খুব ভালো লাগলো। দেখেই বুঝতে পারছি রেসিপিটা অনেক সুস্বাদু এবং মজাদার ছিল। অনেক মজাদার ভাবে রেসিপিটা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। এই মজাদার রেসিপিটা খুব সুন্দর করে ভাগ করে নেওয়া হয়েছে।

 2 months ago 

আপু,খয়রা ইলিশ মাছ এগুলো।ইলিশ মাছেরই ছোট প্রজাতি,ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।

 2 months ago 

আপু আপনি বেলে মাছ ও খয়রা ইলিশ মাছের ঝাল রেসিপি করে। আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। তবে আমি বেলে মাছ খেয়েছি কিন্তু খয়রা ইলিশ মাছ নামে কোন মাছ এখনো খাইনি। তবে আপনার এই পোস্ট দেখে আমি খয়রা মাছ খুঁজবো যদি পাই রেসিপি তৈরি করে খাবো ইনশাল্লাহ। যাইহোক আপু আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার রেসিপি আমার কাছে অনেক ভালো লেগেছে, অসাধারণ ছিল আপনার আজকের এই পোস্ট। রেসিপিটা বেশি দারুণভাবে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপাদানের তালিকা টা দেখে ভালো লাগলো। রান্নার ধরনটা এবং ধাপগুলো চমৎকার। সব মিলে অনেক ভালো লাগলো। আশা করি অনেক অনেক সুস্বাদু ছিল আপনার রেসিপি।

 2 months ago 

আজকের দুটি মাছ একসাথে রান্না করেছেন দেখে অনেক ভালো লাগলো। ঘরোয়া রান্নাগুলো এমনিতে আমারও খেতে বেশ ভালো লাগে। তাছাড়া একটু ঝাল বাড়িয়ে দিয়ে রান্না করলে খেতে আরো মজা হয়। সবচেয়ে বেশি ছোট ইলিশ মাছ আমারও প্রায়ই খাওয়া হয়। আমি কিছুদিন আগেও বাজার থেকে এই ছোট ইলিশ মাছগুলো কিনে এনেছিলাম। আপনার রেসিপি ভীষণ ভালো লাগলো দেখে।

 2 months ago 

বেলে মাছ ও খয়রা ইলিশ মাছের ঝাল রেসিপি দেখি একদম ইউনিক মনে হচ্ছে। আর এই ধরনের রেসিপি আমি কখনো তৈরি করিনি। তাই দেখে খেতে ইচ্ছা করলো।

 2 months ago 

সুযোগ পেলে ট্রাই করে দেখতে পারেন, বেশ স্বাদের খেতে।ধন্যবাদ ও স্বাগতম আপনাকে।💐

 2 months ago 

খয়রা ইলিশ মাছের নাম কখনো শোনা হয়নি। মাছগুলো আগে কখনো দেখিও নি। তবে যেহেতু সামুদ্রিক মাছ খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু এবং সেইসাথে পুষ্টিগুণ সম্পন্ন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা রেসিপিটা দেখে। রেসিপির কালারটা খুবই লোভনীয় লাগছে দেখতে। মজার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 2 months ago 

খয়রা ইলিশ মাছ এর আগে কখনো দেখিনি বা খাইও নি। আপনি খইরাই ইলিশ মাছ ও বেলি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। মাছ আমার খুবই পছন্দের মাছ খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি খুবই সুন্দর করে মাছের রেসিপি টা তৈরি করেছেন দেখে অনেক বেশি লোভনীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.035
BTC 90937.36
ETH 3169.73
USDT 1.00
SBD 2.99