টার্গেট ডিসেম্বর-|আজ আমি 200 স্টিম পাওয়ার আপ করেছি|(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,

আপনারা সকলেই কেমন আছেন?
আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছেন।
আজ আমি @rex-sumon দাদার আয়োজিত টার্গেট ডিসেম্বর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।এই জন্য দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ।এছাড়া সুমন দাদা নিজেও এই টার্গেট ডিসেম্বরে অংশগ্রহণ করেছেন। দাদা টার্গেট পুরণও করে ফেলেছেন অনেক আগেই।এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং আমরা দাদাকে দেখে পাওয়ার আপ করতে উৎসাহ ও অনুপ্রেরণা পাচ্ছি।আমি আমার নিজের অবস্থান ও সক্ষমতা তৈরি করতে ভীষণ আগ্রহী।তাই আজ আমি কিছু পাওয়ার আপ করেছি।আমি চাই সবাই এই পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের সক্ষমতা গড়ে তলুক।যাতে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি নির্দিষ্ট লক্ষ্যে।
আমি আন্তরিক ভাবে ফ্যান্টম দাদা এবং সুমন দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সকল মডারেটর দাদাদের ও ধন্যবাদ জানাচ্ছি।

IMG-20211022-WA0014.jpg

আমি 16.852 স্টিম ডলার বিক্রি করে আমি 200 স্টিম ক্রয় করেছি। স্টিম ক্রয় করার পর যখন স্টিমগুলি আমার ওয়ালেটে এসেছে।

IMG-20211022-WA0015.jpg

IMG-20211022-WA0016.jpg

তারপর আমি 200 স্টিম স্টিম পাওয়ার আপ করলাম। এখন আমার ওয়ালেটে টোটাল স্টিম পাওয়ার হয়েছে 1374.698 স্টিম।

IMG-20211022-WA0013.jpg

এখন আমার মোট স্টিম পাওয়ার হলো 1374.698 স্টিম পাওয়ার। এভাবেই আমি স্টিম পাওয়ার আপ করেছিলাম। আমি @heroism এ 1000 স্টিম ডেলিগেশন করেছি। পরবর্তীতে 300 স্টিম পাওয়ার আপ করার পর 500 এর মতো হলে তখন 500 আবার ডেলিগেশন করবো। এভাবেই পাওয়ার আপের সাথে সাথে আমি ডেলিগেশন ও করবো।

সকলকে ধন্যবাদ।

রেগার্ডস : @green015

Sort:  
 3 years ago 

গ্রীন দিদি আপনার পাওয়ার আপ দেখে খুবই ভালো লাগলো। আপনার লক্ষ্য পূরন হোক এটাই কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

পাওয়ার বৃদ্ধি মানেই নিজের সক্ষমতা বৃদ্ধি করা।আমার বাংলা ব্লগ কমিউনিটি সক্ষমতা বৃদ্ধিকে সমর্থন করে। পাওয়ার বৃদ্ধির জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া👍।অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমরা সবাই পাওয়ার আপ কে ভালবাসি।
আপনার কালকের এত বড় বিজয়ের জন্য আগে জানাই আপনাকে অনেক সুস্বাগতম। আপনার টার্গেট যেন পূরণ হয় এই দোয়াই করি।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।ভালোবাসা নিবেন।💝

 3 years ago 

পাওয়ার অফ বৃদ্ধি করা মানে নিজের ক্ষমতাকে বৃদ্ধি করা। আর নিজের ক্ষমতা যখন বৃদ্ধি পাবে তখন নিজের প্রতি নিজের ভরসা বাড়তে থাকবে। আপনার জন্য অনেক শুভকামনা রইল। আর আপনার গতকালকের বড় বিজয়ের জন্য আপনাকে স্বাগতম জানাই🌹💖🌹

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া👍।আপনাকে অনেক অনেক ধন্যবাদ।শুভেচ্ছা নিবেন।

 3 years ago 

পাওয়ার আপ মানেই নিজের অবস্থান বৃদ্ধি করা। আপনি ও আপনার অবস্থান শক্ত করছেন প্রতিনিয়ত পাওয়ার আপ করে। দোয়া করি আপনি যে লক্ষ নিয়ে এগোচ্ছেন সেটা যেন পূরণ হয়। শুভকামনা রইলো দিদি

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া, আমাদের সবার পাওয়ার আপ করে নিজের অবস্থান শক্ত করা উচিত।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

দশে মিলে করি কাজ,
হারি-জিতি নাহি নাজ।

সবার পাওয়ার গুলো একখানে করতে পারলে আমরা হবো গ্রেট স্টিমিয়ান টিম।
এভাবে আমাদের প্রতিসপ্তাহে পাওয়ার আপ করতে হবে।
ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট লেখার জন্য

 3 years ago 

আপনি একেবারে ঠিক বলেছেন👍।আমি ও তাই চাই ,আমাদের কমিউনিটি সকলের শীর্ষে থাকুক।অসংখ্য ধন্যবাদ আপনাকে, উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ এটি আপনার ভবিষ্যতের জন্য খুব ভাল, আত্মা বজায় রাখুন এবং লড়াই চালিয়ে যান,

 3 years ago 

ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

দুর্দান্ত কাজ, এটি সত্যিই দুর্দান্ত বিকাশের জন্য।

 3 years ago 

ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

টার্গেট ডিসেম্বর একটি অসাধারণ উদ‍্যোগ ছিল। ২০০ স্টিম অনেক বড় একটি এমাউন্ট পাওয়ার আপ করেছেন। পাওয়ার আপের জন্য আপনাকে ধন্যবাদ।

#Welovepowerups

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে আপনাকে দেখে আমি বরাবরই মুগ্ধ হই। গ্রীন আপু আপনি আবারো নিজের অবস্থান শক্ত করছেন। এটি ভালো একটি দিক। আপনি প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে আপনার জন্য শুভকামনা রইল। আমরা পাওয়ার আপকে ভালোবাসি

 3 years ago 

হ্যাঁ ভাইয়া,আমি ও পাওয়ার আপ করতে ভালোবাসি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 96989.50
ETH 3378.64
USDT 1.00
SBD 3.23