Diy- "কচ্ছপের লিফ আর্ট"
নমস্কার
Diy- কচ্ছপের লিফ আর্ট:
অনেকদিন ধরে কোনো diy পোষ্ট করা হয় না।diy করা কিছুটা সময়সাপেক্ষ,তারপরও আজ চেষ্টা করেছি একটি diy তৈরি করার।গাছের পাতা দিয়ে যেকোনো diy তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমিও আগেও গাছের পাতা দিয়ে পুশ ও হাতি তৈরি করেছি।যেটা দেখে অনেকেই আমাকে সুন্দর সুন্দর মন্তব্য দ্বারা উৎসাহ দিয়েছেন।তাই আবারো আজ একটি পাতার কাজ নিয়ে হাজির হলাম।আজ কচ্ছপের diy তৈরি করেছি,এগুলোকে পাতা দিয়ে তৈরি এক ধরনের আর্টও বলা চলে।কারন পাতা দিয়ে কোনো কিছুর আকৃতি এতে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়।ঠিক যেমন রং-তুলি কিংবা কলমের কালিতে কোনো প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সম্ভব তেমনই।যাইহোক এগুলো তৈরি করার সময় খুবই সাবধানে পাতা কাটতে হয়।এটি তৈরি করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগে দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আমার আর্টটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.কালো বলপেন ও
3.কেচি
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি গাছ থেকে কিছু পাতা সংগ্রহ করে নিলাম।এখানে আমি জবা ফুলের পাতা ব্যবহার করেছি।
ধাপঃ 2
এরপর আমি একটি বড় সাইজের পাতা নিয়ে নিলাম কচ্ছপের বডি তৈরি করার জন্য।
ধাপঃ 3
এখন একটি কেচির সাহায্যে বড় পাতাটি কেটে নিলাম গোল আকৃতি করে।
ধাপঃ 4
এবারে একটি লম্বা টাইপের পাতা নিয়ে নিলাম তারপর কেচি দিয়ে মাঝ বরাবর কেটে নিলাম।
ধাপঃ 5
এখন পাতাটির মাঝবরাবর কেটে নিয়ে আবারো মধ্য দিয়ে কেটে চার খন্ড করে নিলাম।এরপর একপাশে সরু ও অন্যপাশে গোল আকৃতি করে কেটে নিলাম।
ধাপঃ 6
এরপর ওই চার খন্ড কেটে নেওয়া সেপটি বড় গোল আকৃতির চারপাশে সেট করে নিলাম উল্টো করে।তো এটা কচ্ছপের পাগুলি তৈরি হয়ে গেল।
ধাপঃ 7
এবারে ছোট্ট গোল আকৃতির একটি পাতা কেটে নিলাম কেচি দিয়ে,তারপর কচ্ছপের বডির উপর উল্টো করে সেট করে নিলাম।
শেষ ধাপঃ
সবশেষে কালো রঙের পেনের সাহায্যে ছোট গোল সেপের পাতার উপর দুটি বিন্দু দিয়ে চোখ একে নিলাম।এরপর কচ্ছপের বডির সামনে সেট করে নিলাম মাথাটি।
ছবি উপস্থাপন:
তো তৈরি করা হয়ে গেল আমার "কচ্ছপের লিফ আর্ট।"এই আর্টগুলি দেখতে খুবই সুন্দর লাগে তেমনি তৈরি করতেও ভালো লাগে।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | লিফ আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
টাস্ক প্রুফ:
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
কি চমৎকার সুন্দর বানিয়েছেন দিদি গাছের পাতা দিয়ে কচ্ছপ টি।চমৎকার সুন্দর হয়েছে। গাছের পাতা দিয়ে এতো সুন্দর কচ্ছপ বানানো যায় তা কল্পনার বাইরে ছিলো আমার।দারুণ বানিয়েছেন। ধাপে ধাপে কচ্ছপ টি বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
চাইলে অনেক কিছুই বানানো যায় দিদি,তবে সাবধানে করতে হবে।ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
আইডিয়াটা কিন্তু অসাধারণ ছিল আপু । কচ্ছপের লিভ আর্ট দেখে বেশ ভালো লাগলো।গাছের পাতা দিয়ে এত সুন্দর কিছু তৈরি করা যায় জানা ছিল না। অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এখন জেনে গেলেন,লিভ নয় লিফ আর্ট আপু।অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
কচ্ছপের লিফ আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। আপনার নতুন ধরনের একটি কাজ দেখে অনেক ভালো লাগলো। এই ধরনের কাজগুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট আপনি তুলে ধরেছেন। অনেক ভালো লাগলো দেখে।
ঠিক বলেছেন আপু, এই ধরনের কাজ দেখতে যেমন ভালো লাগে তেমনি তৈরি করতেও।ধন্যবাদ আপনাকে।