বান্ধবীর আবদারে আমার স্বরচিত কবিতা: "তোর জন্য"
নমস্কার
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে একজনের আবদারে।একজন মানুষ কেমন তা বিশ্লেষণ করা হয়তো খুবই কঠিন।কিন্তু যখন আমাদের ইউনিভার্সিটির এক বান্ধবী জানতে পারলো আমি একটু লেখালেখি করতে পছন্দ করি।তখন আবদার করে বসলো তাকে নিয়ে একটি কবিতা লিখে দেওয়ার জন্য।যেটা আসলেই বেশ কঠিন কাজ, যাইহোক তারপরও চেষ্টা করেছি।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
তোর জন্য
খাঁচা ছাড়া উড়ন্ত ,নয়তো লাজুক স্বভাবের,
কখনো চঞ্চল, কখনো বা ছেলেমি ভাবের
কখনো গম্ভীর, কখনো উদার মনের।
আবার কখনো বা---একরাশ কালো মেঘ
ছেয়ে যায় তোর মুখখানি জুড়ে,
একটু একরখা,গল্প প্রেমিক বটে--
শুধু সামনের মানুষ-ই অধিক গুরুত্বে ভাসে।
বাকিরা সব খাপছাড়া পিপিলিকার দল
দিবারাত্রি তুই পাহাড়তলীর স্বপ্নবাসিনী,
মিঠে রোদ্দুর ঠিকরে পড়ে তোর হাসিতে
একজন খুশি তো অন্যজন মন খারাপে।
স্নিগ্ধতার ছোয়ায় ভেসে যাক তোর প্রস্ফুটিত মন
সবুজের নীল দিগন্ত পেরিয়ে ওই পাহাড়তলীতে,
যেখানে তোর স্বপ্নেরা উঁকি দেয় ভোরের সূর্য হয়ে
মিশে যাক তোর ভাবনাগুলো সবুজ বনের সমারোহে।
বিন্যস্ত অক্ষরগুলি সাজালাম শুধু তোর-ই জন্য
আমার ভাবুক হৃদয়ের এই ছোট্টখানি পদ্য।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
আপনার ভার্সিটির বান্ধবীর আবদারে তাকে নিয়ে তোর জন্য নামের দারুন একটি কবিতা লিখে ফেলেছেন। যে কবিতার মধ্যে আপনার বান্ধবীর জীবন বৈশিষ্ট্য খুবই সুন্দর করে তুলে ধরেছেন। এখান থেকে স্পষ্ট হয় আপনার বান্ধবী সরল মনার অধিকারীনি। এরকম বান্ধবী পাওয়াও ভাগ্যের ব্যাপার। যাই হোক আপনার কবিতার মতই আপনাদের দুই বান্ধবীর বন্ধুত্ব চির অটুট হোক এই প্রার্থনা করি।
ঠিক বলেছেন আপু বিশেষ মানুষকে বর্ণনা করে কবিতা লিখতে কিছুটা বেগ পেতে হয়। আপনার বান্ধবীর অনুরোধে কিন্তু খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে আপনার বান্ধবীর সম্পর্কে অনেক কিছু উপলব্ধি করা যাচ্ছে। খুব ভালো লেগেছে কবিতাটি।
আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। এত সুন্দরভাবে কবিতা লিখে উপস্থাপন করেছেন দেখে খুশি হয়েছি আমি। সুন্দর কবিতাটা আমাদের আবৃত্তি করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। মাঝেমধ্যে কবিতা লিখতে আমারও খুব ভালো লাগে। তাইতো আমি ছোট ছোট কবিতা লিখতে ভুল করি না।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর ভাবে কবিতা লিখে শেয়ার করার জন্য। প্রিয়জনকে ভালোবেসে যদি কবিতা লিখতে হয় তাহলে একটু অন্যরকম অনুভূতি মনের মধ্যে আনতে হয়। আমি মনে করি এই অনুভূতিগুলো যেন নিজের আর্ট বা দক্ষতার বিষয় থাকে। হুট করে কিন্তু যে কোন মুহূর্তে কবিতা লেখার সম্ভাবনা। দারুন লিখেছেন আপনি।