স্বরচিত কবিতা: "অশ্রুহীন আমি"
নমস্কার
কবিতা হলো অনুভূতির ফসল।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।
জানি, আমি অতটা ভালো লেখক নই।তবুও অনেকের অনুপ্রেরণা ও উৎসাহে লেখার চেষ্টা করি সামান্যতম দক্ষতা দিয়ে।মাঝে মাঝেই ভয় থাকে ভিড়ের মাঝে আমার কবিতাগুলো হারিয়ে যাওয়ার।যাইহোক আমি সবসময় প্রকৃতি ও বাস্তব বিষয় নিয়ে কবিতা লিখতে বেশি ভালোবাসি।
আজকের কবিতাটিতে সমাজের কিছু স্বার্থবাদী মানুষের লোলুপ দৃষ্টির কথা তুলে ধরা হয়েছে।যেখানে তারা স্বল্প ভাষায় মিশে খুব সহজেই জিনিস হাসিল করে।তারপর আঘাত করতে বিন্দুমাত্র দ্বিধা করে না।ফলে ভালো মানুষেরা সেই আঘাতের শিকার হতে থাকে এবং নীরবে সইতে থাকে।এই কবিতাটি আমি @hafizullah ভাইয়ার একটি কবিতার অনুকরণে লিখেছি।যেটা একদম বাস্তবের সঙ্গে মিল রয়েছে।তো আমার এই ভাবনাগুলিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আজকের কবিতায়।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
অশ্রুহীন আমি
না ভালোবাসার অন্ধ প্রেমে নয়,
কিংবা গহীন বনের মাঝে পথ হারিয়ে নয়
অনুভূতিহীন চিরকুটের মতো।
অশ্রুহীন আমি----
বিশ্বাসের বদলে আঘাতে আঘাতে জর্জরিত,
ভালো মানুষের পিছনে স্বার্থের কঠিনতায়
ডুবে গেছে আমার সমস্ত হৃদয়।
নির্বাক আমি---
বিশ্বাসের ঘূর্ণিপাকে ভাষা হারিয়ে,
বাক্যহীনে দিন কাটে আমার
বিপরীত অবান্তর ভাষার শব্দবানে।
ক্লান্ত আমি---
বিবেকহীন মানুষের প্রতিচ্ছবি দেখতে দেখতে,
শুন্যতারা বাসা বাঁধে কোণে কোণে
স্বল্প ভাষীর পিছনে অকথ্য গালিগালাজে।
ছন্দহীন আমি---
অকৃতজ্ঞদের উজ্জ্বল ভবিষ্যতে,
দিশাহীন পথের কিনারায় থমকে আমি
বাঁধ ভাঙা পরিপূর্ণ ঢেউয়ের মধ্যমনিতে।
আলোকহীন আমি---
মৃত্যু খুব কাছ থেকে ছুঁয়ে যায় আমায়,
কঠিন যন্ত্রণার মিথ্যে কারনের ঝুলিতে
মুখোশে ঢাকা রাক্ষসগুলির মনগড়া অজুহাতে।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
মোবাইলে ঠিকমতো চার্জ দিতে না পারলেও পোস্ট করে চলেছেন এটাই অনেক বড় ব্যাপার। যাইহোক হাফিজ ভাইয়ের কবিতায় অনুপ্রাণিত হয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতার লাইনগুলো দারুন ছিল। এগিয়ে যান 🤞
ভাইয়া, দুইদিন পোষ্ট করতে পারিনি ফোনে চার্জ না থাকায়।আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর লিখেছেন, আমার কাছে তো মনে হচ্ছে আমার কবিতাটির তুলনায় এটা বেশী ভালো হয়েছে। অনেক ধন্যবাদ
আরে না ভাইয়া, কি যে বলেন!আপনি হচ্ছেন আমাদের গুরু,আপনার কবিতা অসাধারণ।আমি শুধুমাত্র চেষ্টা করেছি,অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সমাজে এরকম লোকের অভাব নেই যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে স্বার্থ হাসিল হলে আবার দূরে চলে যায়। যাই হোক হাফিজ ভাইয়ের কবিতার অনুকরণে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি আসলেই বাস্তবসম্মত হয়েছে। ভালো লাগলো পড়ে।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা স্বার্থক, ধন্যবাদ আপনাকে।
দারুন ছিল শব্দ চয়ন গুলো। একেবারে মন ছুঁয়ে দিয়েছে। আমি মুগ্ধ হয়ে শুধু পড়লাম। ধন্যবাদ দিদি।
ধন্যবাদ আপু আপনাকেও।
আপু আপনার স্বরচিত কবিতা: "অশ্রুহীন আমি" শিরোনামের। পড়ে বেশ ভালো লাগলো। বিশ্বাসের বদলে বিশ্বাস পাওয়াটা বর্তমানে খুব দুর্লভ। দারুণ লিখেছেন।
বেশি দারুণ একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন আজকে। আপনার লেখা কবিতাটা অনেক অনেক ভালো লেগেছে আমার। অনেক সুন্দর ভাবি আপনি কবিতার প্রত্যেকটা লাইন তুলে। এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সত্যি দিদি আপনার লেখা কবিতা গুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আজ অনেক সুন্দর অনুভূতি থেকে কবিতাটা লিখেছেন আপনি। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ রয়েছে, যারা কিনা স্বার্থের জন্য আসে আবার স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায়। আর এরকম মানুষ গুলোকে চেনা অনেক বড় মুশকিল। এই মানুষগুলো ঠকাতে দুই মিনিট সময় নেয় না।
বাহ্ আপনি অনেক সুন্দর কবিতা লিখেন তো দেখছি। আপনার আজকের কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আর আমার কাছে কবিতাটা পড়তেও খুব ভালো লেগেছে। ছন্দের সাথে ছন্দ মিলিয়ে সুন্দর করে পুরো কবিতাটা শেয়ার করার কারণে অনেক ভালো লেগেছে আমার কাছে। এরকম সুন্দর কবিতা গুলো আবৃত্তি করতে আমি অনেক পছন্দ করি। ধন্যবাদ সুন্দর একটা কবিতা শেয়ার জন্য।