পুঁটি মাছ 😋!! আমার অনেক পছন্দের মাছের মধ্যে একটি। তবে কখনই পুঁটি মাছ আমার এভাবে খাওয়া হয়নি। বেশিরভাগ সময় গরম ভাতের সাথে পুঁটি মাছের কড়া ভাজি এবং মসুরের ডাল খাওয়া হয়েছে। ওই খাবারটা কি যে সুস্বাদু দাদা ভাই আপনাকে কি আর বলবো। একদিন অবশ্যই খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। আমি অবশ্যই আপনার এই রেসিপি ধাপগুলো অনুসরণ করে পুঁটি মাছ কিভাবে খেয়ে দেখব। এবং আশা করছি আমার কাছে ও অসাধারণ লাগবে। কারণ দেখতে ভীষণ সুস্বাদু লাগছে। যেহেতু আলু গুলোকে একেবারে গলিয়ে এরপর সজনে ডাটা দিয়ে পুটি মাছ গুলো চচ্চড়ি করেছেন। তাই নিশ্চয়ই খেতেও অসাধারণ হবে। ধন্যবাদ দাদাভাই পুঁটি মাছের এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি ❣️।