কেএফসি ব্র্যান্ডের ফ্রাইড চিকেনের 🍗 চিত্রাঙ্কন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কেএফসি ব্র্যান্ডের ফ্রাইড চিকেনের 🍗 চিত্রাঙ্কন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

310817342_470718791755642_7182216160082367186_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি ফুড বক্স এর অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। প্রথমে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। এরপর হাত দিয়ে শেইপ করে নিলাম।

310810051_474238594668848_74949423679943591_n.jpg311001586_1265184684245085_7939937411956698111_n.jpg

ধাপ - 2

এরপর বক্সের ভেতর কতগুলো ফ্রাইড চিকেন অঙ্কন করে নিলাম। সাধারণত আমরা দেখি এ বক্সগুলোতে বিভিন্ন শেইপের ফ্রাইড চিকেন থাকে। ঠিক সেভাবেই অঙ্কন করে নিলাম।


310830909_1136127980621932_6664582078124184145_n.jpg


ধাপ - 3

এরপর বক্সটির ওপর কেএফসি লিখে নিলাম। কারণ এটি কেএফসি ব্র্যান্ডের ফ্রাইড চিকেন এর বক্স। এবং আশেপাশে আরো কিছু ডিজাইন করে নিলাম।


310897317_607252631093088_2301977141394292956_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। হালকা বাদামি কালারের জল রঙের সাহায্যে ফ্রাইড চিকেন গুলো রং করে নিলাম।


310836058_1307635763319085_4782589474389321328_n.jpg


ধাপ - 5

এরপর লাল কালারের জল রং এর সাহায্যে কেএফসি লিখাটা রং করে নিলাম। এরপর কালো মার্কার পেনের সাহায্যে সবকিছু ভালোভাবে গাঢ় করে নিলাম।
এবং এভাবেই আমি আমার চিত্রাঙ্কন টি সম্পন্ন করলাম।


310824971_515289673760292_731127166082798272_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
310817342_470718791755642_7182216160082367186_n.jpg288975089_1047154835965925_8178340917841899712_n.jpg
311024971_634518284798746_4608239198566678974_n.jpg272392549_1502742273568942_7191907338413122737_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ১২, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনি আর্ট করতে ভালোবাসেন এইজন্যই খুবই চমৎকার চমৎকার আর্ট আমাদের সঙ্গে শেয়ার করেন ।আজকের কেএফসি ব্রান্ডের ফ্রাইড চিকেনের চিত্রাংকন টিও খুবই চমৎকার হয়েছে । আমার কাছে তো বেশ ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

হঠাৎ করে প্রথমে দেখে তো ভেবেছিলাম সত্যি সত্যি কে.এফ.সি চিকেনের বাকেট। আপনার হাতের দক্ষতা কিন্তু অসাধারণ। বেশ নিখুঁতভাবে করার চেষ্টা করেছেন কে.এফ.সি ব্র্যান্ডের ফ্রাইড চিকেনের চিত্রাঙ্কন । আগামী দিনের জন্য শুভকামনা রইল আপনার জন্য।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

কেএফসি ব্র্যান্ডের ফ্রাইড চিকেনের খুবই চমৎকার একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার অংকন করা এই চিত্র দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা একটা অংকন করা চিত্র। আমি তো প্রথমে মনে করেছিলাম এটা কেএফসি ব্যান্ডের কোন একটা কাগজের ঠোঙ্গা।

 2 years ago 

কেএফসির চিকেন ফ্রাই আমার খুব ফেভারিট। আপনি কে এফ সির ফ্রাইড চিকেন বাকেট এর অনেক সুন্দর একটি ছবি এঁকেছেন। আপনার আকা ছবি দেখেই আমার লোভ লেগে গিয়েছে। অনেক সুন্দর করে আপনি ছবি আকার ধাপগুলো উপস্থাপন করেছেন। আপনার ছবি অংকনের ধাপগুলো আমি খুব সুন্দরভাবে বুঝেছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ছবি অংকন করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই কমিউনিটিতে আসার পর থেকে নিজের দক্ষতা প্রকাশের পাশাপাশি অন্যদের দক্ষতা থেকে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর আপু আপনি জলর রং ব্যবহার করে আজকে অনেক সুন্দর একটি kfc চিকেন ফ্রাইড তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল আপু

 2 years ago 

কেএফসি ব্র্যান্ডের ফ্রাইড চিকেনের খুবই চমৎকার একটা চিত্র অংকন করেছেন। কেএফসির চিকেন অনেক দিন হলো খাওয়া হয়না। এদের চিকেন অনেক মজার। দেখে মনে হচ্ছে সত্যি কেএফসির চিকেন এর উপর থেকে ছবি তুলেছেন। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।

 2 years ago (edited)
আপু প্রথমে আমি দেখে মনে করছিলাম সত্যি কারের কে এফ সি। পরে দেখি না আপনি কেএফসি চিত্র অংকন করেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার উপায় নেই যে, এটা আপনি চিত্র অঙ্কন করেছেন ।সত্যি এর প্রশংসার দাবীদার। আপনাকে অনেক ধন্যবা। এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
 2 years ago 

বাহ চমৎকার চিত্রাংকন করতে পারেন আপনি ! খুবই অসাধারণভাবে করেছেন আপনি আপনার কেএফসি ব্র্যান্ডের ফ্রাইড চিকেনের চিত্রাঙ্কনটি। আগামীতে আরো সুন্দর সুন্দর চিত্রাংকন দেখার অপেক্ষায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Hi, @gorllara,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @gorllara.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 58296.60
ETH 3064.91
USDT 1.00
SBD 2.26