DIY - রিও বার্ড এর পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি রিও বার্ড এর পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

289547797_717213556244078_6559795267854946060_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পাখিটির মুখমণ্ডলের অর্থাৎ পাখিটির ঠোঁটের,নাকের অবয়ব অংকন করে নিলাম। সেইসাথে পাখিটির শরীরের অবয়ব অংকন করে নিলাম।

289457653_5408683885867907_9219419467982120305_n.jpg289420121_1056165221973344_990061339610036544_n.jpg

ধাপ - 2

এরপর পাখিটির চোখ এবং শরীরে নিচের দিকে তিনটি ফুল ভালোভাবে অঙ্কন করে নিলাম।


289390310_1692108987816399_3164346325925398063_n.jpg


ধাপ - 3

এরপর শুরু করলাম রঙের কাজ। প্রথমে পাখিদের শরীরে নীল কালারের জল রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম। এরপর পাখির ঠোঁট এবং চোখ মার্কার পেন এর সাহায্যে গাঢ় কালো করে নিলাম।

289588340_429287005524479_7788350145109319036_n.jpg289404969_479083004028150_7868676988611227155_n.jpg

ধাপ - 4

এরপর পাখিটির চোখের ভিতর কালো এবং ধূসর রংয়ের কিছু ডিজাইন করে নিলাম। এবং ধূসর কালার করে নিলাম। এরপর ভেতরের অংশটা হালকা গোলাপি কালারের জল রং এর সাহায্যে রং করে নিলাম।

289767083_570629017752741_3447895161995268735_n.jpg289966334_405623901335933_1626914276018461444_n.jpg

ধাপ - 5

এরপর পাখিটির শরীরের নিচের দিকের অঙ্কিত তিনটি ফুল গোলাপি এবং হলুদ কালারের জল রঙের সাহায্যে রং করে নিলাম। এবং সবশেষে হলুদ এবং গোলাপি কালারের জল রং অঙ্কিত চিত্রাংকটির আশেপাশে ছিটিয়ে দিলাম।
এভাবেই আমি আমার চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

289681749_1089496385315907_6977816422772533999_n.jpg289289752_3200789563477567_7811061571384000920_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
289547797_717213556244078_6559795267854946060_n.jpg290166842_809853433328525_5653060530911465370_n.jpg
290143197_439804701017518_2742998619034031022_n.jpg289833466_717548089516018_3150111199400361927_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন 27, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

ওয়াও অসম্ভব সুন্দর হয়েছে আপনার রিও বার্ড এর পেইন্টিং। আপনি সব সময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর চিত্রাংকন শেয়ার করেন। তেমনি আজকের ট ব্যতিক্রম নয়। আমি দেখে তো একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। আমার কাছে অসম্ভব ভাল লেগেছে আপনার এই পেইন্টিংটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মুগ্ধ করে দেওয়ার মত কাজ আপনাদের উপহার দেওয়ার। আমাকে অনুপ্রাণিত করার জন্য অনেক কৃতজ্ঞ থাকব আপনার কাছে। আপনাদের এত গুছানো এবং সুন্দর মন্তব্যগুলো পড়ে সত্যি মন ভালো হয়ে যায়। পাশে থাকবেন আপু এবং অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার পেইন্টিং এর দিকে। রিও বার্ড এর পেইন্টিং দেখতে অসম্ভব ভালো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। এত চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাদের মুগ্ধ করতে পারলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই ভাইয়া। ধন্যবাদ আমার চিত্রাংকনের এত সুন্দর প্রশংসা করার জন্য। আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলোর শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।

 2 years ago 

রিও বার্ড এর পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বাস্তবে কখনো এই পাখি দেখা হয়নি কিন্তু আপনার পোস্টের মাধ্যমে এই সুন্দর পাখি দেখার সুযোগ করে দিলেন। আমার কাছে আপনার এই পাখি অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পাখি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু। আমি সত্যিই আপনার কাছে অনেক কৃতজ্ঞ কারণ আপনি আমার প্রতিটি পোস্টে খুব সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করে যাচ্ছেন। বলা চলে আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আশা করছি সব সময় আপনার এমন গুছিয়ে সুন্দর কমেন্ট দিয়ে আমাকে অনুপ্রাণিত করে যাবেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

রিও বার্ড আপনি খুব সুন্দর করে অঙ্কন করেছেন। আপনার পেইন্টিংয়ের অনেক দক্ষতা আছে, তাই এত সুন্দর পেইন্টিং করেছেন আপনি। শুভকামনা আপনার জন্য । ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি দক্ষতার সাথে, মন থেকে এবং যত্নশীল ভাবে আমার প্রতিটি কাজ করার। কারণ আমি মনে করি কেউ যদি মন থেকে কোন কাজ করে ।তবে সেই কাজের সে অনেক বেশি দখল হয়ে উঠতে পারে। ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ এবং নিখুঁত ভাবে চিত্র অঙ্কন করেন আপনি। আজকে আপনি খুব সুন্দর করে রিও বার্ড এর চিত্র অংকন করেছেন। খুব যত্নসহকারে চিত্রগ্রহণ করেন তা দেখে বোঝা যায়। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি ভালো উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার। আপনাদের ভালো ভালো পোস্টগুলো থেকে ভালো উপস্থাপনার শিক্ষা নেওয়ার চেষ্টা করি। দোয়া করবেন যাতে সব সময় আমি আমার এই কাজ অব্যাহত রাখতে পারি।

 2 years ago 

আপনার আর্ট বরাবরই সেরা আপু । খুবই খুবই সুন্দর হয়েছে আপু আপনার পেইন্টিংটি । কালার করাতে যেন আরও বেশি আকর্ষণীয় মনে হচ্ছে । আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে অঙ্কনের বর্ণনা দিয়েছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার চিত্রাংকন কে বরাবর ভাল বলার জন্য। এই চিত্রাঙ্কনে আমি কালারের ব্যাপারটাতেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এই ব্যাপারটা আকর্ষণীয় লেগেছে জেনে সত্যি খুব আনন্দিত বোধ করছি। ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

রিও বার্ড আপু খুব সুন্দর অঙ্কন করেছেন। আপনার অংকন গুলো অনেক সুন্দর হয়। একটি দক্ষ হাতের অঙ্কন না হলে এত সুন্দর কেউ অঙ্কন করতে পারে না।
অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপু আমি খুব একটা দক্ষ কিনা বলতে পারি না। তবে আমি চেষ্টা করি আমার যে কোন কাজ খুব যত্নশীল ভাবে দক্ষতার সাথে করার। এতে করে যে আমার যেকোনো কাজ খুব মন মত হয় এবং আমি এতে প্রশান্তি খুঁজে পাই। অনেক ধন্যবাদ আপু আপনাকে এবং আপনার জন্য অনেক ভালোবাসা রইলো।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

 2 years ago 

ওয়াও রিও বার্ড এর পেইন্টিং অসাধারণ করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো । আমার কাছে বিশেষ করে ফুল গুলো খুবই দারুণ লাগতেছে। আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি নিজে এত ভালো পেইন্টিং আমাদেরকে সব সময় উপহার দেন। আপনার কাছে আমার কাজ ভালো লেগেছে জেনে সত্যি খুব আনন্দিত বোধ করছি। এভাবে সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করা যাবেন আপু। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

আপু আপনি পেইন্টিং খুব ভালো করেন। আমার বেশ লাগে আপনার পেইন্টিং দেখে। খুব সহজ এবং সাবলীল ভাবে তা উপস্থাপনও করেন।
ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের সুন্দর মন্তব্য গুলো করার কারণেই আমি এই কমিউনিটিতে ভালো কাজগুলো নিয়ে এগিয়ে যেতে পারছি। অনেক ভালো থাকবেন ভাইয়া এবং সব সময় এমন সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.038
BTC 96978.69
ETH 3375.51
USDT 1.00
SBD 3.54