You are viewing a single comment's thread from:

RE: পিছিয়ে পরছেন?একটু থামুন।

in আমার বাংলা ব্লগ8 months ago

আপু জেনারেল রাইটিং পোষ্ট মানে নতুন কিছু ৷ আপনি ভালো বিষয়ে তুলে ধরেন ৷ যা হোক এটা ঠিক মাঝে মধ্যে আমরা নিজের সর্বোচ্চ টা দিয়েও কোনো কাজে কেনো সফলতা আসে না ৷ যার কারনে অনেক জন সে জায়গা থেকে সরে দারায় ৷ তবে এটা মোটেও ঠিক না ৷ কথায় বলে না একবার না পারিলে দেখো শতবার ৷ তবে কোনো বুঝে শুনে করলে সফলতা আসবেই ৷
আজকের ব্লগে আপনার এমন সুন্দর একটি টপিক অনেক ভালো লাগলো ৷ অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকবেন এমনটাই প্রতার্শা ব্যাক্ত করছি ৷

Sort:  
 8 months ago 

একদম তাই,তবে শতবারটা হতে হবে বুঝেশুনে।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104956.85
ETH 3880.98
SBD 3.32