জি একদম ঠিক আর যথার্থ কথা গুলো তুলে ধরেছেন আজকের ব্লগে ৷ আসলে অতীত এমন এক জিনিস যা আমাদের কে ভাবায় অনেক ৷ আর এ অতীত কখনো সুখের আবার কখনো দুঃখের ৷ এটাও সত্যি যায় দিন ভালো কিন্তু আসে দিন খারাপ ভাই ৷
তবে ভাই ছোট থাকতে আমরাও বড় হওয়ার জন্য কম চেষ্টা করি নি ৷ যদি বলি সুখ বিষয় টা আসলে বেশিদিন থাকে না ৷ সর্বোপরি বলবো আজকের পোষ্ট টি সত্যি অসাধারণ লিখেছেন ৷ অতীত জীবনে বড় একটা অংশ ৷ আবার জানি না ভবিষ্যৎ কি হবে ৷