ভাই কতবার যে অনলাইনে কিনেছি প্রতিবার ঢকেছি ৷ আসলে বলে না চকচক করলে সোনা হয় না৷ যা হোক আপনি ইউটুপ চ্যানেল ভালো কিছুর জন্য কিনেছেন ৷ কিন্তু মাইক্রফোন টি ভালো না শুনে খারাপ লাগলো ৷ আসলে সখের বা পচ্ছন্দের জিনিস যদি ভালো না হয় খারাপ লাগে ৷ যা হোক আপনি দোকান থেকে ভালো দেখে কিনুন সেটাই বেটার ৷
আমি দুই বড় বাজারে চেষ্টা করেছি খুঁজে পাইনি এর পরেই তো এখানে তাকিয়েছি।