You are viewing a single comment's thread from:
RE: গল্প : "ধূপছায়া আঁধারে পোড়ে যত মন"
একেই কি প্রেম বলে ? তাহলে তো প্রেম মানেই শুধুই যন্ত্রণা । প্রেমে সুখ কোথায় ?
প্রেম তো এমনই কখনো সুখের রাত যে বসবাসরত করায় ,আবার কখনো আর দুরহ যন্ত্রণার ভিতরে ফেলে দেয়৷ যে রিয়ান দীর্ঘ আঠাশ বছর নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিল৷ সে আজ প্রেম ভালোবাসা নিয়ে চিন্তিত এক দেখার পলকে নিরুপমা কে ভালোবেসে ফেলে ৷ কিন্তু শেষমেষ এমন পবিত্র ভালোবাসা আজ সফলতা পেল না ৷
তবে গল্পটির প্রতি টি লাইন ছিল অসাধারণ ৷ অনেকদিন পর আপনার পোস্টে এমন গল্প পড়ে অনেক ভালো লাগলো৷