You are viewing a single comment's thread from:
RE: গল্প // নিরক্ষরতা ও দারিদ্রতার বেড়াজাল (প্রথম পর্ব)।
দরিদ্র জীবনের সব কিছু কেড়ে নেয় আর এটাই সত্য ৷ একজন গরিব পরিবারের সন্তান পারে না তার স্বপ্ন পূরণ করতে পারে ৷ পারে না স্বাধীন মতো কোনো কিছু করতে ৷ যেটা ঘটেছে গল্পে সখিনার ক্ষেতে ৷ সে সংসারে অভাব হওয়াতে পড়ালেখা করতে পারলো না ৷ আবার দিনশেষে তার মাও মারা গেলো ৷ এরপর. তার বাবা আবার বিয়ে ৷ নিশ্চিত সখিনার জীবনে একটা বড় অধ্যায় শুরু হতে যাচ্ছে ৷ যা হোক পরের পর্বের জন্য অপেক্ষা ৷
প্রথম গল্প লিখেছেন তারপরেও মন্দ হয় নি ৷
আসলে ভাইয়া আপনাদের এতটা উৎসাহ অনুপ্রেরণায় এই গল্প লেখার সাহস পেয়েছি। আর আমার এই গল্পটি আপনার কাছে ভালো লেগেছে এবং পুরো গল্পটি পড়ে আপনি খুবই গঠনমূলক মন্তব্য করে আমাকে এতটা উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।