দাদা কথা টি মন্দ বলেন নি কিন্তু ৷ আসলে ঠিক তাই বইয়ের তিন চার পাতা পড়ার চোখ যেন চুপসে যায় ৷ তবে আমি বলবো যে যখন তখন যে পড়ি সেটাও কিন্তু খারাপ না ৷
আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন ৷ আসলে প্রতিনিয়ত তো নানা কাজে টাকা ব্যায় করি ৷ বই কিনে রাখলে সেটা মন্দ না ৷
তবে যাদের বই পড়ার অভ্যেস আছে তারা এরকম গল্পের বই পেলে একটানা পড়ে শেষ করে ফেলে। আমি শুধু অবাক হয়ে যাই তাদের কান্ড দেখে। হিহিহিহি।