আমার মনে আছে সেই ছোট্ট বেলা যখন গ্রামে সবাই মিলে খাসি জবাই করবে ৷ আর তখন এই মগজ নেওয়ার জন্য কত যে কান্না ৷ আমার মতো আরও অনেকে করবে ৷
যা হোক মগজ ভাজি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ৷ আপনি দেখি বেশ সুন্দর করে ভূনা করেছেন ৷ দেখতে অনেক লোভনীয় লাগছে ৷ সর্বোপরি ধন্যবাদ এমন সুন্দর একটি রেসেপি শেয়ার করার জন্য ৷