You are viewing a single comment's thread from:
RE: 🥰 " ভালো থাকার উপায় "🥰 | | 10 % beneficiary for @shy-fox | | ২৭| ১১| ২২ ইং | |
আরে বাহ!!!
খুব চমৎকার আর টপিক তুলে ধরেছেন ৷ যেটা আসলে বাস্তব এবং সত্য ৷ মানুষের জীবনে যাই হোক তবুও মানুষ দিনশেষ ভালো থাকতে চায় ৷ তবে এই ভালো থাকতে গিয়ে মানুষ কতকিছু করে থাকে ৷ শুধু একটু ভালো থাকার জন্য ৷
তবে আমার মনে হয় শুধু সুখের পিছনে দৌড়ানো ঠিক নয় ৷ আমাদের সমাজে সবাই এটাই ভাবে ৷ যে সুখ বলতে অর্থ সম্পদ এগুলো ৷ কিন্তু আমি মনে করি সুখ হলো একটি একান্ত ব্যক্তিগত অভন্তরীন বিষয় ৷ তাই জীবনে যাই কিছু হোক ৷ নিজেকে সবসময় হাসিতে রাখুন চিন্তা মুক্ত থাকুন ৷ ব্যাস তাহলে আপনি বা আমি সুখী ৷
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার সুন্দর ও গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক ভাল লাগলো।