You are viewing a single comment's thread from:
RE: সুন্দর একটি দিনের সূচনা। shy-fox 10%
যাই বলেন একটি রাতের পর আবার একটি নতুন সকাল ৷ সবকিছু ফেলে আবার নতুন করে কর্মময় ব্যস্ত ৷ আর এ শীতের দিন সকাল বেলা ব্যায়াম করতে অনেক ভালো লাগে ৷ তবে যাদের পেসার বা অন্য কোনো সমস্যার কারনে তাদের কে আসলে প্রতিদিন সকাল বেলা হাটা উচিত ৷ তবে দিদি ডাক্তারের পরামর্শ অনুযায়ি সব কিছু মেনে চলতে হবে ৷ কারন স্বাস্থ্য সুখের মূল ৷ যা হোক এভাবেই অলসতা কেটে যাবে ৷ আর সকাল বেলা সূর্য মামা উকি দেয়া ছবিটি অনেক সুন্দর ছিল ৷