বন্ধু তো সে তোমার পাশে সারা জীবন পাশে থাকবে সুখে দুঃখে সবসময় ৷ সেই তো মূলত আপন বন্ধু ৷ বন্ধু তো অনেক কিন্তু মনের মতো বন্ধু তো হাতে গোন কয়েকজন থাকে ৷
যা হোক আপনার বন্ধু অর্ক বাড়ি গিয়েছেন ৷ জমিয়ে আড্ডা তার স্ত্রী আবার রান্নার আয়োজন ৷ সবমিলে তো বেশ চমৎকার সময় অতিবাহিত করেছেন ৷ তবে একটা সত্যি আসলে ডিম খেলে মাংস বেশি খাওয়া যায় না ৷
ধন্যবাদ ভাই বন্ধুত্ব অটুট থাকুক এমনটাই প্রত্যাশা ৷
হাহাহাহা,, ডিম খাওয়া নিয়ে আমরা বেশ মজা করেছি। আর কিছু বন্ধু হয়তো বন্ধুর থেকেও বেশি কেউ হয়ে থাকে আমাদের জীবনে। অর্ক হয়তো তেমন একজন আমার জীবনে। অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ভাই। ভালো থাকবেন।