You are viewing a single comment's thread from:
RE: আমার লেখা কবিতা "তোমার অপেক্ষায়" (Poem of my writing "waiting for you")||(১০% লাজুক খ্যাকের জন্য) by ripon40
ভাই সৃতি হলো মানুষের জীবনে এক বিশাল অধ্যায় ৷ কারন সময় চলে গেলেও সৃতি টুকু রয়ে যায় মনের অগোচরে ৷ মাঝে মাঝে মনেও পড়ে সেই আগের পুরনো দিনগুলো কে৷
যা হোক তোমার অপেক্ষায় কবিতাটি বেশ চমৎকার ছিল ৷তবে যে যাওয়ার সে যাবেই ৷ তার জন্য অপেক্ষা করলে ও সে আর ফিরবে না ৷ কারন মনাুষটি তোমার ছিল না ৷
হয়তো আর এই পৃথিবীতে থাকা হবে না কিন্তু আমাদের অনেক স্মৃতি থেকে যাবে সেগুলো কখনোই ভুলবার নয় ধন্যবাদ।