কুয়াশাচ্ছন্ন সকাল ৷৷ হ্যাপি নিউ ইয়ার ( 01-01-2024)❤❤
আজ - ১৭ই , পৌষ |১৪৩০ বঙ্গাব্দ, | গ্রীষ্ম-কাল |
নমস্কার - আদাব। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভালো আছেন।
শুভ সকাল
যা হোক প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি ইউনিক ব্লগ নিয়ে। আজকে মূলত একটি কুয়াশাচ্ছন সকাল বেলার মুহূর্তে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি।
গ্রামের বড়রা কিংবা গুণীজন ব্যক্তিরা বলতেন বছরের প্রথম দিনে যদি ঘুম থেকে সকালে উঠতে পারেন কিংবা সারাদিন ভালো কাজ করেন ।তাহলে না কি সারা বছর টাই অনেক ভালো যাবে। যদিও জানি না কথাটা কতটা সত্য কিংবা নিষ্ঠা তবে গ্রামের মানুষ প্রায় এ কথা গুলো ৷
তাই মূলত আমিও সেই কথাটা বিবেচনা করেই। হয়তো আজকের খুব সকাল বেলায় ঘুম থেকে উঠেছি। কিন্তু শীতের তীব্রতা এতটাই ছিল যে আসলে বলে বোঝানো সম্ভব নয় । মূলত গতকাল থেকেই শীতের প্রবণতা যেন অনেক তীব্র তাইতো আজকে সকাল বেলার মুহূর্তে যখন উঠলাম সেই মুহূর্তে মৃত বাতাস আর চারদিকে কুয়াশা আর বৃষ্টির মতো ঝিরিঝিরি করে শিশির কণা গুলো টিপটিপ করে পড়ছিল । যদিও অনেক শীত লাগছিল তবে এমন সুন্দর পরিবেশ এমন একটি মুহূর্ত এই নতুন বছরের নতুন সকালবেলার আনন্দটাই আলাদা ।
সকালবেলা মূলত এসব ফটোগ্রাফি করার জন্যই একটু মাঠের দিকে ছুটে গেলাম । দেখি চারদিকে কুয়াশা খুব কাছের জিনিস কেউ খুব একটা ভালো হবে স্পষ্ট দেখা যায় না । তবে আমার কাছে সেই উদ্ভিদগুলোর ছবিগুলো তুলতে এতটাই ভালো লেগেছিল তা আসলে বোঝানো সম্ভব নয়। হয়তোবা প্রথমত দেখেছেন যে দূর্বা ঘাসের উপরে শিশির কোণাগুলো বিন্দু বিন্দু আকারে কি সুন্দর হয়েছে ।সেই সাথে আবার পেঁয়াজ উদ্ভিদের উপর শিশির বিন্দুগুলো সত্যি হতে গ্রামের মাঠঘাট প্রান্তর এই শীতের মৌসুমী যেন এক অনন্য রূপের বৈচিত্র।
আর এজন্যই হয়তো আমাকে এই শীতের সময়টা অনেক ভালো লাগে ।তবে আরেকদিক দিয়ে এই শীতের সময়টা অনেকটা কষ্টের মূলত গ্রামের বয়স্ক মানুষদের কিংবা ছোট বাচ্চাদের জন্য ।তাই আমাদের সবার এই সময়ে বয়স্ক মানুষদের এবং ছোট বাচ্চাদের সেরা রাখা অতি আবশ্যক।
যাহোক এরপরই এসব উদ্ভিদের ছবি তোলার পরপরই হালকা সূর্যের আলোর পড়তে শুরু করলো ।অর্থাৎ কুয়াশা কেটে যাওয়ার পর সূর্যের রক্তিম মাখা সূর্যের আলোক রশ্নি চোখে পড়ছিল ।সেই মুহূর্ত শীতের সকালের যে মুহূর্তটা সত্যি মনমুগ্ধকর একটি পরিবেশ বলতেই হয় ।
আর যাই বলুন না কেন আজকের এই নতুন বছরের নতুন সকালে উঠতে পেরে নিজেকে অনেক ভালো লাগছিল ।আশা করছি প্রতিদিন এভাবেই সকালবেলায় উঠতে পারবো। সেই সাথে সারাটা বছর একটা সুন্দর জীবন অতিবাহিত করবো এমনটাই আশা প্রত্যাশা রেখে ।আজকের এই নতুন বছরের সকাল বেলার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।
আশা করছি সকালবেলা এমন পরিবেশের এ মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো ।আপনাদের সবার ভালো লাগবে এমনটাই আশা প্রত্যাশা করি ।
প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি ৷ আবার নতুন কোন ইউনিক ব্লগ নিয়ে হাজির হবো৷ এমন প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা রেখে এখানেই শেষ করছি৷
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন৷
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
---|---|
ফটোগ্রাফার | @gopiray |
ডিভাইস | realme 12 |
আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরের প্রথম দিন শীতের সকালে খুব চমৎকার ভাবে কাটিয়েছেন। বিশেষ করে ফটোগ্রাফি গুলো অনেক চমৎকার হয়েছে। আর সত্যি বলতে নতুন বছরে যে যা করবে সে পুরো বছর জুড়ে তেমনি ভোগ করবে, আসলে বিষয়টি কতটুকু সত্য আমিও জানি না। তবে এরকম আমিও শুনেছি। যাই হোক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি ভাই নতুন বছরের নতুন সকাল বেলা অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম ভাই ৷ কি কুয়াশাচ্ছন্ন আর গ্রামের সকাল বেলাটা অন্য রকম ৷ অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য ৷
ঘন কুয়াশাচ্ছন্ন সকালের বেশ দারুন ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। আপনার এই ফটোগ্রাফি গুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যেন গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য খুঁজে পেয়েছি ফটোগ্রাফির মাঝে।
শুনে অনেক ভালো লাগলো যে আমার সকাল বেলার কুয়াশাচ্ছন্ন সকাল বেলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে শুনে ৷
অনেক ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য ৷