শহরের বুকে এক ভয়ানক অন্ধকার আছে আর তাতেই তলিয়ে যাচ্ছে দেশের ভবিষ্যত

image.png

Image

কলকাতা ,আমার শহর।City of joy নামে খ্যাত এই কলকাতা শহরের আছে অতীত ঐতিহ্য ও অনন্য কৃতিত্ব।আমরা বিশ্বের দরবারে কলকাতা কে উপস্থাপন করি ভালোবাসার শহর হিসেবে।এই শহরের অলিগলিতে ইতিহাস এখনো হাসিমুখে হাতছানি দেয়।এই শহরেরই গড়ে উঠে অমর প্রেমের উপন্যাস আর বেঁচে থাকার অদম্য লড়াইয়ের অসাধারন অনুপ্রেরণা।এই শহর বড় আপন আমাদের।বড় নিজের মনে হয় এই শহরের মানুষ গাছ পশু পাখি আর কংক্রিট এর জঙ্গল।টুকি টাকি যা কিছু নিম্নগামী তাও এই শহরের ভালোলাগার প্রভাবক।

কিন্তু ইদানিং এই শহর টাকে বড় বেশি অজানা অচেনা লাগছে।কেন জানি মনে হচ্চে এই শহর বহুদিন ভিতরে ভিতরে ক্যান্সার রোগে ভুগে এখন অতি ঠুনকো দুর্বল রোগক্লিষ্ট।আর সম্প্রতি ঘটে চলা চলা কিছু ঘটনা সত্যিই পীড়া দিচ্ছে।শহর টাকে কিছু অমানুষের রাজ্যত্ব হয়ে গেছে।

image.png
Image

আজকে যে ঘটনাটা বলবো সেটা মানুষ হিসেবে আমার আপনার লজ্জার কারণ ছাড়া আর কিছুই নয়।মানুষ যে ভিতরে ভিতরে এতো নিষ্ঠুর এত পশু হয়ে গেছে এই ঘটনা তারই সাক্ষ্য দেয়।একটি 5 বছরের মেয়ে আর একটি 4 বছরের মেয়ে একটি কলোনির 3 তলা বাড়ির দুই তলার বারান্দায় খেলা করছিল।সেদিন টি ও আর অন্য সব দিনের মতই ছিলো ।কলোনি জুড়ে কর্ম ব্যস্ত মানুষের গতিবিধি পরিলক্ষিত।কলে জল নেওয়ার লম্বা লাইন।প্রতিবেশীদের কলকাকলিতে ভরে উঠেছে কলোনির প্রত্যেকটি আবাসন।বাচ্চা মেয়েদের খেলা ধুলায় আর চেঁচামেচি তে বারান্দা আওয়াজময়।কিন্তু পাশের প্রতিবেশীর মনে চলছে পৈশাচিক চিন্তা।

বাচ্চা মেয়েদের চিৎকার চেঁচামেচি তে বিরক্ত হয়ে বেরিয়ে গেল।ধমক দিলো তাদের এবং ঘরে চলে গেল।এটাই হওয়ার কথা তো?কিন্ত বাস্তবতা ছিল ভিন্ন।লোকটি বাচ্চা দুটিকে উপর থেকে তুলে নীচে ফেলে দিলো।আর উঁচু থেকে পড়ে ছোট বাচ্চা দুটি তৎক্ষণাৎ মারা গেল।

এই নিষ্ঠুরতা আর নির্মমতা দেখে পুরো শহর স্তব্ধ।মনুষত্ব আজ কোথায়?এই প্রশ্ন আজ ঘুরে বেড়াচ্ছে শহরের আনাচে কানাচে।

Sort:  
 3 years ago 

এই কেমন নিষ্ঠুরতা আমি একদম সকালবেলা ঘুম থেকে উঠে এটা পড়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার বুকের ভিতর একদম ধাক্কা খেয়ে গেল। আমি খুব কষ্ট পেয়ে গিয়েছি নিচের অংশটুকু পড়ে।

 3 years ago 

এটা সত্যিই অস্বাভাবিক দুঃখজনক ঘটনা।

 3 years ago 

ভাই এই সমস্যাটা আমাদের এখানেও আছে ভাই, মানুষ দিন দিন কেমন জানি পাল্টে যাচ্ছে, মানবতা নামক বিষয়টি এখন অস্তিত্বের সংকটে রয়েছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57298.55
ETH 3059.61
USDT 1.00
SBD 2.29