বড় হয়েছি দাদা @ gentleman74

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বয়স

বড় হয়েছি দাদা, বড় হয়েছি।
কিন্তু তবুও যে অকারণে কাদতে ইচ্ছে করে!
ইচ্ছা হলেও সেই কাদা আর হয় না।
শৈশবের কান্না ছিল কত সহজ নির্লজ্জ
ধ্বনিত হওয়ার সাথে সাথে চলে আসত কয়েক জোড়া হাত
আশ্বাসের বাণি মুছে দিত দুঃখ- গ্লানি আর সব।

আর এখন
বড় হয়েছি দাদা, বড় হয়েছি!
অকারন কান্নাতে এক জোড়া মুখ এসে হাজির
"বোকা নাকি? কেমন শিশুর মত কাদছে।"

আমার আর কাদা হল না।
কান্নাগুলো চাপা পড়ল বয়সের সমান ওজনের পাথরে।

বড় হয়েছি দাদা বড় হয়েছি।
মাস্ক কিনেছি হাসির মাস্ক
পাছে কেউ বোকা বলে তিরস্কার করে
ইমম্যাচিউর টাইটেল জুড়ে দেয়!

এর থেকে মাস্কের নিচে কাদুক আমার কোমল মন!

@rme
@amarbanglablog
@blacks
@moh.arif
@shuvo35
@rex-sumon
@winkles

Sort:  
 3 years ago 

কেন জানি খুব কষ্টের চিৎকার শুনছি মনে হলো। সময় করে সব বলবেন আশাকরি। অপেক্ষায় রইলাম।
শুভ কামনা অবিরাম 💚

বুঝতে পারছেন ভাই। ❣️
কিছু বিষয় নিয়ে খুবই এলোমেলো ছিলাম

 3 years ago 

এই এলোমেলো সময় জীবনের একটি অংশ মাত্র। শক্ত মন নিয়ে এগিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমার দোয়া ঠিক সাথেই রয়েছে।
আপনি নিশ্চয়ই অবগত আছেন আমি আমার সন্তান নিয়ে কি কষ্ট করেছি, যাক উপর ওয়ালা আর সবার দোয়ায় আমি এবং আমার সন্তান ফিরেছি।
তো কোন ব্যাপার না, ভুলে যান আর নতুন উদ্যমে শুরু করুন আবার 💚

 3 years ago 

বড় হয়েছে দাদা বড় হয়েছি অসাধারণ অসাধারণ হয়েছে আপনার কবিতা♥

ধন্যবাদ আপু। আজ মনটা ভালো নেই

 3 years ago 

কেন??

বয়সটাকে আর ছোট বলে পার করা যাচ্ছে না। সকল দায়িত্ব নিজের কাঁধে। সংক্ষেপে।

 3 years ago 

বুঝতে পেরেছি ভাই। এক কবিতার মাঝে আপনার মনে থাকা সকল কষ্টগুলো তুলে ধরলেন। আসলে বাস্তবতাই এমন ভাইয়া।

হা রে ভাইয়া। ক্লান্ত আসলে। বড় হয়ে গেলে সব কিছু কঠিন।

 3 years ago 

আমি হয়তো এখন থেকেই সেসবগুলো বুঝে নিচ্ছি ভাই, ফি-আমানিল্লাহ বলে সব কিছু করি।

স্টিমে upvote এর সাথে লাভ রিয়্যাক্টের অভাব বোধ করছি ❣️

 3 years ago 

সেটাও হয়ে যাবে ভাই।

 3 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

কষ্টের অনুভূতি খুব সুন্দর করে কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন ভাই।বয়সের বারে অনেক দায়িত্ব কাধে নিতে হয় ভাই😓।

 3 years ago 

শৈশবের কান্না যদি কাঁদতে পারতাম তাহলে দিন গুলো অনেক অনেক সুন্দর হতো। কিন্তু এখন কেন যেন মন অনেক শক্ত হয়ে গেছে। আগের মত সেই কোমলতা এখন আর নেই

হা, ভাই। এই চিন্তা আমাদের সবারই হয়েছে।একবার কিংবা অনেকবার।

 3 years ago 

বাস্তব কথা গুলো তুলে ধরেছেন, অনেক সুন্দর হয়েছে কবিতাটি।

ধন্যবাদ। সিয়াম। বাস্তবতা সুন্দর কিংবা কুৎসিত। বাস্তবতা বাস্তবতাই

 3 years ago 

এলেন দেখলেন জয় করলেন। বিষয়টি অনেকটা এইরকম হলো ভাই। অনেকদিন পরে এসেই সুন্দর একটি কবিতা উপহার দিলেন। অসাধারণ হয়েছে কবিতাটা।

ধন্যবাদ ভাইয়া। তোমার মতামতটা সুন্দর।
এলাম,দেখলাম, জয় করলাম। এই উক্তিটি কার জানো?

 3 years ago 

না। আমি একটি খেলোয়ারের জীবনীতে পড়েছিলাম। কার উক্তি জানালে খুশি হব।

Vini vidi vici এইটা আসল ফর্ম। অর্থ- এলাম দেখলাম জয় করলাম। জুলিয়াস সিজারের উক্তি।

 3 years ago 

ধন্যবাদ ভাই।

 3 years ago 

পোস্ট প্রমোশন এ হঠাৎ আপনার লেখার প্রথম দুইটি লাইন আমাকে আটকিয়ে দিল। বাধ্য করে বললো, এই লেখাটা না পড়লে অনেক দিন পর ভালো কোন লেখার হাত থেকে বঞ্ছিত হতে পারি। তাই আর দেরি না করে এই শেষ রাতে পড়েই ফেললাম। মুগ্ধ হয়েছি । বাকিটা মনেই রেখে দিলাম।

💓

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61821.96
ETH 2402.01
USDT 1.00
SBD 2.57