বন্ধুদের সাথে ফুটবল খেলা। game

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার বাংলা ব্লগের সদস্য গণ সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন আমিও মোটামুটি ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে প্রকৃতির অপরূপ সৃষ্টি তার নাম হচ্ছে বৃষ্টি তো আজকে আমি আপনাদের মাঝে বৃষ্টির ভিতরে ফুটবল খেলা নিয়ে একটি গল্প আলোচনা করব আশা করি সবার ভালো লাগবে

আকাশে মেঘলা মেঘলা ভাব আকাশে মেঘ দেখে অনেক ভালো লাগলো। আকাশে মেঘ দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে আমি তখন স্কুলে ক্লাস রুমের ভিতরে ক্লাস করছিলাম ক্লাস চলতে চলতে অঝোরে ঝিরিঝিরি বৃষ্টি
শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হওয়ার পর ক্লাস রুম থেকে জানালা দিয়ে হাতটা বার করে দিলাম ঝিরিঝিরি বৃষ্টির স্পর্শ করতে থাকলো আমার হাতের সাথে আমার সারা শরীর শিহরিত হয়ে গেল বৃষ্টির স্পর্শে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না স্যারের কাছে বাথরুমে যাওয়ার নাম করে বেরিয়ে পড়লাম ক্লাস রুম থেকে ক্লাস রুম থেকে বেরিয়ে পড়ার পরে স্কুলের মাঠের ভিতরে চলে আসলাম মাঠে আসার পরেই আমাদের স্কুলের দপ্তরি চাচা
ক্লাস শেষের ঘন্টাটা মেরে দিল ঘন্টা মারার সাথে সাথে
আমার সকল ক্লাসমেট আমার কাছে মাঠের ভিতরে চলে আসলো আমার ক্লাসমেটের সকলে মিলে সিদ্ধান্ত নিলো যে বৃষ্টির ভিতর মাঠে ফুটবল খেলবে
ফুটবল খেলা।ফুটবল খেলা খেলার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রুহুল আমিন হেডস্যারের কাছে আমরা সকলে মিলে চলে গেলাম স্যারের থেকে আমরা ফুটবল খেলার জন্য ছুটির আবেদন করলাম স্যার আমাদের আবেদনটি গ্রহণ করে নিল অনেক খুশি হয়ে স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম স্যারের রুম থেকে বেরিয়ে আসার পরে সকলে মিলে মাঠে উপস্থিত হলাম এক পর্যায়ে আমাদের খেলা শুরু হয়ে গেল বৃষ্টির ভিতর ফুটবল খেলাটা যে কতটাই না সুন্দর সেটা লিখে বোঝানো সম্ভব না খেলতে খেলতে ৪০ মিনিটের ম্যাচটি শেষ হয়ে গেল। ম্যাচটি শেষ হওয়ার পরে আমরা দুই গোলে জিতে গেলাম।

IMG_20220728_131414_121.jpg
আমাদের স্কুল মাঠের ভিতরে একা একা যখন ফুটবল খেলি তখনকার একটি পিক।
IMG_20220728_132646_337.jpg
ক্লাস শেষে বন্ধুদের একটি পিক।
IMG_20220825_111133_413.jpg
আমার বন্ধুরা যখন ফুটবল খেলার জন্য রেডি হয় তখনকার একটা পিক।
IMG_20220728_132555_195.jpg
খেলা শেষ বন্ধুদের সাথে জিতার উদযাপন করার সময় একটি পিক।

আজকের মত আমার লেখা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ

Sort:  
 2 years ago 

সেই চিরচেনা ফুটবল মাঠ জুগীরগোফা ফুটবল ফিল্ড। এই ফিল্ডে আমার অনেক স্মৃতি রয়েছে। কেননা এই জুগীরগোফা আমি বিগত সাত বছর কাটিয়েছি। আমি স্কুলে অনেক ফুটবল খেলা খেলতাম। যাইহোক মামা তুমি আবারও আমার সেই বিগত ঠিকানার কথা মনে করিয়ে দিলে। ধন্যবাদ মামা বন্ধুদের সাথে ফুটবল খেলা শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুটবল খেলা আমার অনেক ভালো লাগে দেখতে।তাছাড়া বৃষ্টির দিনে ফুটবল খেলতে আরো অনেক ভালো লাগে।মনে হচ্ছে আপনাদের ফুটবল খেলাটি অনেক মজার ছিল। কারণ সেদিন যখন বৃষ্টি ছিল বৃষ্টিতে ফুটবল খেলার আনন্দ আলাদা।ধন্যবাদ সুন্দর এমুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

বৃষ্টি আমার খুব ভালো লাগে এবং খেলাধুলার মধ্যে ফুটবল আমার বেশ প্রিয়, যদিও ছোটবেলা আমার খুব একটা খেলাধুলা করা হয়নি। বৃষ্টির দিনে ফুটবল খেলতে বেশ ভালই লাগে তবে আমার একবার বৃষ্টিতে ভিজে আমার জ্বর চলে আসে। বৃষ্টির দিনের আপনার অনুভূতিটা কিন্তু চমৎকার ছিল ছোটবেলার কথা মনে পড়ছে আমার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59796.03
ETH 2732.76
USDT 1.00
SBD 2.52